• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শরণখোলা সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে পুরুষ শিক্ষকের স্বপরিবারে বসবাস

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৫ পিএম
শরণখোলা,   ছাত্রী হোস্টেল, পুরুষ শিক্ষকের স্বপরিবারে বসবাস
ফাইল ছবি

 

বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজে ছাত্র ধর্মঘট চলছে। কারন হিসেবে জানা গেছে কলেজে একটা ছাত্রী হোস্টেল আছে- শেখ রাজিয়া নাসের ছাত্রী হোস্টেল। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের এর স্ত্রীর নামে। সেই হোস্টেল এর একটা রুম দখল করে একজন শিক্ষক তার পরিবার নিয়ে থাকেন। ভবনের কোন কোনায় নয়- ঠিক মাঝখানে। 

তার দুপাশে ছাত্রীদের থাকার রুম। অনেকদিন ধরে কারো কোন অনুমোদন না নিয়ে জোর করে থাকেন ঐ শিক্ষক।  তার শক্তির জোর- তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা। তবে স্থানীয় আওয়ামী লীগের একটা অংশ তার এই অন্যায় কাজের প্রতিবাদ করছে এখন।

 

ছাত্রীরা বলছে,
আমরা সব সময় ভয়ে থাকি, একজন পুরুষ শিক্ষক আমাদের পাশের রুমে থাকেন। আমরা রুমের বাইরে চলাফেরা ও করতে পারিনা। 

 

কলেজ অধ্যক্ষ বলেছেন,
এটা একজন শিক্ষকের জন্য মর্যাদা হানিকর। তাকে রুমটা ছাড়ার জন্য বলেছি কিন্তু তিনি কারো কথা শোনেন না। বিভিন্ন সময় দাবি তুলে অবশেষে ধর্মঘটে গেছেন শিক্ষার্থীরা। 

ছাত্রিরা এই ধর্মঘট বিষয়ে বলতে গিয়ে বলেন --প্রশাসন- শিক্ষা মন্ত্রণালয়- রাজনৈতিক নেতৃত্বের কাছে আহবান- অবিলম্বে সমস্যার সমাধান করুন রুমটি দখলমুক্ত করে আমাদের অস্বস্তি দুর করার উদ্যোগ নিন।

 

 

Daily J.B 24 / অনলাইন ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ