
সাম্প্রতিককালে সাভারে শিক্ষককে নির্মমভাবে ছাত্র কতৃক পিটিয়ে হত্যা, নড়াইলে প্রকাশ্যে পুলিশী উপস্থিতিতে অধ্যক্ষকে জুতোর মালা পরানোর ও ইমেরিটাস অধ্যাপকের বাড়ি দখল করে হয়রানির ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মোংলা উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ সহ সাধারণ সচেতন নাগরিক বৃন্দ।
২ জুলাইরোজ শনিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এই মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোংলা উপজেলার প্রায় দেড় শতাধিক শিক্ষক।
মানব বন্ধনে শিক্ষক নেতারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছনা, হত্যা আর হয়রানিতে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, শিক্ষকদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যাতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে- সেই বিষয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যথায় তারা সারা বাংলাদেশের সকল শিক্ষকদের সমন্বয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে কঠিন হুশিয়ারী উচ্চারণ করেন।
Daily J.B 24 / খুলনা
আপনার মতামত লিখুন: