• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিক্ষানীতিতে গুজব আক্রমন সংসদ হতে - একেরপর এক গুজব ও মিথ্যাচার - সরকার নির্লিপ্ত কেন ?

 Abdullah Harun Jewel
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
গুজব, মুক্তিযুদ্ধ, পুলিশ, গোয়েন্দা , সোশ্যালমিডিয়া , মিথ্যাচার
ফাইল ছবি

অসভ্য দেশের তালিকায় যদি বাংলাদেশের নাম সবার আগে আসে, তাহলে মোটেই অবাক হবো না! ইলিয়াস সহ  বিএনপি জামাতের জন্মসূত্রে গুজবীরা একটি প্রচারণা চালাচ্ছে  যেখানে ১৭ জন সরকারী কর্মকর্তাকে হিন্দু হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে: "একটি মুসলিমপ্রধান দেশের শিক্ষাব্যবস্থা কাদের হাতে চিন্তা করা যায়? এরা শিক্ষাব্যবস্থা থেকে পুরোপুরি ইসলামকে মুছে ফেলার চেষ্টা করছে।"


প্রচারণার পোস্টমর্টেম:

১. প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ মুহিবুর রহমান। 

২. পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব মোসাঃ নাজমা আখতার।

৩. কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: ওমর ফারুক।

৪. সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) যুগ্ম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার। 

৫.সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) এ 'বিশেষজ্ঞ' বলে কোন পদ নেই।

৬. ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম। 

৭. চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম।

৮. শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল খায়ের।

৯. বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়্যারম্যান প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম। 

১০. ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম।

 

 

১১. শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে একজনও হিন্দু ব্যক্তি নেই। 
১২. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে একজনও হিন্দু ব্যক্তি নেই। 
১৩. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে কোনো হিন্দু ব্যক্তি নেই। 
১৪. শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান বলে কোন পদ নেই।
১৫. শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে একজনও হিন্দু ব্যক্তি নেই।
১৬. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কোনো হিন্দু ব্যক্তি নেই।
১৭. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিন্দু নন।

 

 

তর্কের খাতিরে ধরে নিচ্ছি তাদের দেয়া তথ্য সঠিক। তাহলে সমস্যা কোথায়? হিন্দুরা কি চাকরি করতে পারবে না? বাংলাদেশের চাকরি কি ধর্মকেন্দ্রিক? মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করতে হবে? 


মানুষের মানসিকতা ও চিন্তাভাবনা এত নীচুস্তরের কিভাবে হয় ভেবে পাই না! এজন্য দায়ী গুজবীদের পরিবার। সাম্প্রদায়িক মানসিকতা সৃষ্টি হয় পারিবারিক শিক্ষার অভাবে। এ জাতীয় প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

লেখকঃ Abdullah Harun Jewel


 

 

 

 

Daily J.B 24 / গুজব/মিথ্যাচার

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ