
জাপানের নৌ বাহিনী 'মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের' একজন সাবেক সদস্য "ইয়ামাগামি" হাতে তৈরি একটি অস্ত্র দিয়ে পিছন দিকথেকে গুলি করে হত্যাকরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে । তিনি তখন জাপানের নারা শহরে এক রাজনৈতিক সভায় বক্তব্য দিচ্ছিলেন ।
আজ ৮ জুলাই ২০২২ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে এই হত্যাকান্ড সংগঠিত করে জাপানের নৌ বাহিনী 'মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের' একজন সাবেক সদস্য "তাৎসুইয়া ইয়ামাগামি" ।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করতে আততায়ী তৈরি বন্দুক ব্যবহার করেছিল বলে পুলিশকে জানিয়েছে ।
শুক্রবার (৮ জুলাই) বার্তাসংস্থা এএফপি জানায়, শিনজোকে হত্যায় যে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল সেটি পুরোপুরি হাতে তৈরি বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যাকারী সন্দেহে আটক তাৎসুইয়া ইয়ামাগামিকে।
পুলিশ জানিয়েছে, তাৎসুইয়া ইয়ামাগামি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করেছে কারণ সে আবেকে নিয়ে অসন্তুষ্ট ছিলো ।
Daily J.B 24 / আন্তর্জাতিক
আপনার মতামত লিখুন: