• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শুভ জন্মদিন আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম
শুভ জন্মদিন,  আধুনিক বাংলাদেশের রূপকার, শেখ হাসিনা

 

জন্মদিনের শুভেচ্ছা সেতো অনেক ছোট অধ্যায়, তোমার যোগ্যতা, তোমার প্রজ্ঞা, তোমার দেশের প্রতি কন্ট্রিবিউশান, তোমার দেশ গড়ার মানষিকতা, যে কোন শুভেচ্ছার জন্য অপেক্ষা করেনা সেটা আমরা জানি।

বঙ্গবন্ধু কোন ধন্যবাদ পেতে তার জীবন অন্ধকার কারাগারে, শেষে খুনিদের সামনে বুক পেতে দেয়নি। সাধারণ বাঙালির লালায়িত স্বপ্ন বাস্তবায়নে বাংলার জমিনে দাঁড়িয়ে হুংকার ছেড়েছিলো। আর তাই তাকে কোন ধন্যবাদ আর শুভেচ্ছা নয়, বাঙালি লালন করেছে তার মেধায়, মননে, ও রক্তে।

 

তুমিতো সেই পিতার সন্তান। তোমার তুলনা তুমি নিজেই। তোমার চারপাশে জাতীয় সব বেঈমান নিয়ে, একেরপর এক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখনও বলছো এই দেশের কথা, মাটির কথা, মানুষের কথা।

হ্যা, জন্ম হয়েছিলো বলেই এত পাওয়া? নাকি আল্লাহ চেয়েছিলেন তাই তুমি এসেছিলে এত পাওয়ার জন্য? জানিনা।

 

তোমার জন্ম দিন হোক বাঙালি জাতির জন্য এক অনন্য মর্যাদার দিন। আল্লাহ সকল অবস্থায় ভালো রাখুক তোমায়।

কোন তন্ত্র বুঝিনা, তুমি থাকবে রাষ্ট্র ক্ষমতায়।

 

 

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ