
বারো মাসে তেরো পার্বণ। প্রচলিত এই কথাটির মধ্যে রয়েছে বাঙালি জাতির শিল্প সাহিত্য ও সংস্কৃতির নানা প্রকার উৎসব। সেই ধারাবাহিকতায় আজ পৌষের বিদায়ক্ষণের শেষ দিনে শুরু হয়েছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন।
আজ শুক্রবার পুরান ঢাকা বাসা বাড়ির ছাদে ছাদে, মাঠেে ময়দানে সূর্যোদয় থেকে চলছে ঘুড়ি উড়ানোর প্রস্ততি। ঘুড়ি উড়ানোর জন্য সুতা মাঞ্জা দেওয়া থেকে শুরু করে পিঠা উৎসবের আয়োজন শুরু হয়েছে।
সরজমিনে দেখা যায়, সূর্যের আলো ছড়িয়ে পড়তেই, আকাসে উড়তে শুরু করে ঘুড়ি। বাসা-বাড়ির ছাদে কিশোর কিশোরীদের ঢল আর হৈ-হুল্লোড়। আকাশে দেখা দিতে থাকে চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ ইত্যাদি নামের ঘুড়ির আগমন। শুরু হয় নিজের ঘুড়িকে সর্বোচ্চ উপরে উঠার প্রতিযোগিতা।শুরু হয় ঘুড়ি কাটাকাটির লড়াই। আনন্দিত শিশু কিশোর সহ প্রায় সকলের।
Daily J.B 24 / জেবি/বিনোদন/১৪১২২
আপনার মতামত লিখুন: