• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার সময় শেষ?

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম
শেখ হাসিনা,  প্রধানমন্ত্রী, আওয়ামীলীগ , বিএনপি, তারেক জিয়া, খালেদা জিয়া, জামায়াত , রাজনীতি

 

 

সোশ্যাল_মিডিয়াতে ভাঙা টেপরেকর্ডের মতো দেশে বিদেশে বসা কিছু ভাগাড়ের বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, আর তাদের ভাড়াকরা রাস্তার টোকাইদের মুখে শুনে আসছি #শেখ_হাসিনার সময় শেষ।  


বিগত প্রায় ২০ বছর ধরে এই ভাগাড়ের টেপরেকর্ডার বেজেই চলেছে।  কিন্তু এরপরেও যখন শেখ হাসিনার সময় শেষ হয়নি তখন রাজনৈতিক শক্তিতে নয়, সন্ত্রাসী ও জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছে তারা প্রায় ২১ বার।  


ভাগাড়ের এই কোটগুলো এতো কিছু বোঝে, শুধু এটুকু বোঝেনা, সময় শেষ বলতে বলতে শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতায় আছেন ক্রমাগত ভাবে প্রায় ২০ বছর (মাঝখানে একটি ব্রেকডাউন ছিলো)।  

এখনো শেখ হাসিনার সময় শেষ হয়নি।  
একটা সময় দুনিয়ার সব পাঠ চোকাতে হবে এটা প্রকৃতিগত নিয়ম। এবং আল্লাহ যখন চাইবেন। শেখ হাসিনার বয়স এখন ৭০ এর বেশি। বয়স একটা সময় তাকে থামিয়ে দেবে এটাই স্বাভাবিক। সেই থেমে যাওয়া সময়কে ভাগাড়ের দল যদি শেখ হাসিনার সময় শেষ বলে চালিয়ে দিতে চায়, তাহলে তাকে কি বলা যায়?  


ক্ষমতা থাকলে ভাগাড়ের বুদ্ধিজীবী সহ সকল জঙ্গি, সন্ত্রাসী দল শেখ হাসিনাকে নামিয়ে দেখা।  রাজনৈতিক শক্তিতে পরাস্থ কর। কিন্তু সেটাকি সম্ভব হবে?  তাহলে শেখ হাসিনার সময় শেষ বলে সোশ্যাল মিডিয়াতে ভাগাড়ের টোকাইদের দল ও জঙ্গি দলের চিৎকার রাস্তার নেড়ি কুত্তার চেয়ে কি খুব কম?  


দেশে বিদেশে বসে থাকা ভাগাড়ের বুদ্ধিজীবীদল শেখ হাসিনার সময় শেষ বলে যে চিৎকার দিচ্ছে সেটাকে বলাচলে দুর্বলের আত্ম চিৎকার। সন্ত্রাসী, জঙ্গি, দেশদ্রোহী কখনই বাংলাদেশে শক্তিশালী হবে না, হতে পারবে না। আর যা তারা বলছে সেটা অশিক্ষা, দুর্বল চিন্তা, ও রাজনৈতিক ভাবে নগ্ন চিন্তার বহিঃপ্রকাশ।  


#শেখ_হাসিনার সময় শেষ এই কথা বলার দিন ফুরিয়ে গেছে। এখন যেটা হবে সেটা প্রকৃতিগত ভাবেই হবে। যার কৃতিত্ব কোন ভাবেই ভাগাড়ের দলের নয়। এই সব বক্তব্য অসহায়ের বেঁচে থাকার এক দুর্বল চিন্তা ছাড়া আর কিছুই নয়। 


Md Taimur Mollik

 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ