
কেউ বলেনি, আমিও বলছিনা যে, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কাজে ভুল করেনি । ভুল থাকবেই, যেহেতু তিনিও মানুষ। ভুলের উর্ধ্বে নয় । কিন্তু সেই ভুলকে পরবর্তিতে ফুল তৈরি করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশকে সার্বিক থেকে সমুন্নত করেছেন । একথা আমার নয় - ৭১ সেই পরাজিত শক্তি পাকি***স্তানের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী মহল অন্য কোন কিছু চায়না - তাদের সরকারকে বলে, আমাদের বাংলাদেশের মতো করে দাও । আন্তর্জাতিক বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মর্যাদাশীল একটি জাতি ।
হাঁ, আমাদের দুর্বলতা রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে কট্টরপন্থী জঙ্গিবাদের কুলষিত দিক আমাদের ধুকে ধুকে শেষ করে দিচ্ছে । বর্তমান সরকার জঙ্গিবাদের গোড়ায় আঘাত করতে পারলেও দুর্নীতির সামান্য একটা পাতায় আঘাত করতে পারেনি ।
সত্যি করে ভেবে বলুনতো, এই দায় কি শুধুই সরকারের ? যারা দুর্নীতি করছে ওদের কোন দল নেই । ওরা স্ব সরকারের আমলেই দুর্নীতিবাজ । বুকে হাত দিয়ে বলুনতো যে সব দুর্নিতি বাজ ক্যাবিনেটে বসে, মন্ত্রনালয়ে বসে, বা ব্যাবসার চেয়ারে বসে তাদের পরিবার থেকে কখনও কি তাকে আঘাত করা হয়েছে? নাকি উৎসাহিত করা হয়েছে ?
যে যেখানেই বসে থাকুক - সবার একটা ঘর আছে, একটা বেজ আছে । সেই বেজ থেকে কখনো কি দুর্নীতিবাজ নামক স্বামী, ভাই, চাচা, মামা , মামি , মা, মাথায় টুপি ওয়ালা হুজুর, দাঁড়ি রাখা ইসলামের ঠিকাদার যেই হোক তাদের রক্তচক্ষু দেখানো হয়েছে ? জিজ্ঞাসা করুন নিজেকে ।
বলবেন আইনের শাসন নেই ? আপনারা কি জানেন প্রতি সপ্তাহে কারাগারে কতজন আসামিকে আইনগত ভাবে ফাঁসি দেয়া হয় ? জানেন না। শুধু সেটাই জানেন, যারা সেলিব্রেটি, প্রসাসনের বা আলোচিত কেউ হয় । ধর্ষন, হত্যা, জ্বালাও, পোড়াও বিভিন্ন কারণে কতজনকে ফাসিদেয়া হয় জানতেও পারেন না । অথচ কমেছে কি ধর্ষন, খুন, দখল , জ্বালাও পোড়াও ইত্যাদি ?
যেখানে রাজনৈতিক নেতা ক্ষমতা দখলের জন্য হাজার হাজার মানুষ জীবন দেবে বলে চিৎকার করে অন্যের সন্তান গুলির মুখে ঠেলে দেয়, আর নিজে হয় অবৈধ অর্থের মালিক, হয় ক্ষমতাবান সেই দেশে কোন আইনের শাসন আশাকরেন ?
এতোকিছুর মধ্যে #শেখ_হাসিনা সঠিক পরিকল্পনায় দেশকে নিয়েগেছে অনন্য উচ্চতায় । আজ যদি চেয়ান্যান গম চুরি নাকরতো, রিলিফের টাকা আত্মসাৎ না করতো , প্রতিটি প্রজেক্ট হতে অর্থলোপাট না হত, পারিবারিক ভাবে যদি এই দুর্নিতির প্রতি আঘাত আসতো , তখন সরকারের জন্য হতো সুবিধা, দুর্নীতিবাজদের মাজায় দড়ি পড়াতে সময় লাগতো না । তাহলে হয়তো, শেখ হাসিনা এত দুর্নিতির মাঝে যতটা করেছে তারচেয়ে অনেক বেশি করতে পারতেন । কিন্তু বিগত শতাব্দী থেকে যদি হিসাব করি তাহলে আমাদের এই ভুখন্ডে কোনদিন মানুষ সৎ ছিলনা বলেই প্রমাণিত হয়, চিরকাল এই ভুখন্ডের মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ধর্ম ব্যাবসা, দখলবাজ, দুর্নিতিগ্রস্থ বলেই প্রমাণ পাওয়া যায় । এই ভুখন্ডের শিক্ষাই এমন ।
আজ যখন শতবাধা অতিক্রম করে #শেখ_হাসিনা একটি টার্গেটে বাংলাদেশকে নিতে পেরেছে, সেই অগ্রযাত্রাই হয়েছে দেশি ও বিদেশি কিছু শক্তির । আর বিক্রি হয়েছে বাঙালি । আর তাই নিজের পায়ে কুড়াল মারতে মাঠে নামে বেঈমানের জাত । নিজেদের পেট অনৈতিক ভাবে ভরাতে একমাত্র বাঙালি জাতি পারে - অগ্রসর হওয়া দেশকে পিছন থেকে টেনে ধরতে এবং যে সরকার কাজটি করলো তাকে অপমান করে অপদস্ত করে রাস্তায় ছুড়ে ফেলতে ।
প্রশ্ন একটাই - পরিত্রাণ কোথায় ও কিসে ???
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: