• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ও বিশ্ব রাজনীতি

Sharif Mazumder
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
শেখ হাসিনা,  বিশ্ব রাজনীতি

 

আলো শব্দটার ইংরেজি হচ্ছে লাইট।একটা সময় পাশের গ্রামে আলো জ্বলতে দেখে দৌড়ে এসে মা কে বলতাম, ওই গ্রামে বিদ্যুৎ আছে আমাদের গ্রামে নেই। আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে কিন্তু অভিযোগের শেষ নেই।


ইদানিং রাস্তায় হারিকেন ও মোমবাতির মিছিল দেখে বিএনপি ও জামায়াতের আমলের সেই দুঃসময়ের কথা মনে পড়ে গেল।সন্ধ্যায় পড়তে হতো হারিকেন ও মোমবাতি দিয়ে। কিন্তু আজ বাড়িতে বিদ্যুৎ জ্বলছে , পাখা চলছে , ফ্রিজ চলছে , মাথার উপর সোলার তবু ও আমাদের কৃতজ্ঞতা বোধ নেই।


ভিনদেশে একজন আরেকজনের সাথে পরিচিত হয়েই বলে "নাইচ টু মিট ইউ"। কত সুন্দর তাদের কৃতজ্ঞতাবোধ।আমরা কি আদৌ সভ্য হয়েছি ?


যখন কেউ মোবাইল হাতে নিয়ে ঘুরতো তার দিকে আমরা তাকিয়ে থাকতাম। আচ্ছা তার ছাড়া মানুষ কিভাবে কথা বলে। ও মা , ওদের মোবাইল আছে , আমাদের নেই !! ওদের ঘরে টেলিভিশন আছে , আমাদের নেই!! ওদের বাসায় কম্পিউটার আছে , আমাদের নেই!!
আজ হাতে হাতে মোবাইল , একটা কম্পিউটারের দাম মাত্র বিশ হাজার টাকা আর যে রিক্সা চালায় তার ঘরে ও একটা টেলিভিশন আছে। তবু ও আমরা সুখী নই , সব দোষ যেন শেখ হাসিনার।


গ্রামের যে রাস্তাটা হাঁটু পরিমাণ কাঁদা ডিঙিয়ে পথ চলতে হতো সেখানে আজ ব্যাংকের এটিএম বুথ , বাড়িতে ওয়াইফাই , বাড়ির পাশে স্কুল । তবু ও আমরা ভালো নেই।অথচ বিএনপি ও জামায়াতের আমলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে ও মানুষ কে বিদ্যালয়ে আসতে হতো। আসলেই শেখ হাসিনার সরকারের আমলে আমরা কেউ ভালো নেই  । আমরা কি ভূলে গেছি সেই দিনগুলোর কথা ?
 

ও মা , রুবেল ও ফয়সালের বাবা ওদের নতুন বই কিনে দিয়েছে , আমাদের নেই!! বাবা পুরাতন বই নিয়ে এসে মা কে বলতো ছেলেদের এসব সুন্দর করে বাঁধাই করে দাও। আজ বছরের প্রথম দিনেই আমাদের হাতে নতুন বই।
আসলেই আমরা ভালো নেই।


বড় হওয়ার সাথে সাথে বিজ্ঞানের ছাত্র হওয়ায় আফসুস করতাম বিদেশের স্যাটেলাইট আছে , আমাদের নেই!! আজ আমাদের দেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে তবু ও আমরা ভালো নেই !!! রোজ সকালে বাড়ির দরজা খুলেই দেখতাম লাইনে লাইনে ভিক্ষুকের দল একটু চালের জন্য দাঁড়িয়ে আছে। এখন রোজ সে ভিক্ষুকদের ও দেখা যায়না।


আসলেই শেখ হাসিনা গরীবদের জন্য আশ্রয়ণ প্রকল্প ও গৃহহীনদের ঘর দিয়ে দেশটা লুটেপুটে শেষ করে দিয়েছেন।


তো লিখছি-
বর্তমান সরকারের বাজেট হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা আর বিএনপির আমলে সর্বোচ্চ বাজেট ছিল মাত্র ৫৫ হাজার কোটি টাকা। তখন বিদেশীরা ভিক্ষা না দিলে আমাদের বাজেট হতো না আর এখন বিদেশীদের ভিক্ষা ছাড়া আমরা সচল। আসলেই আমরা ভালো নেই।।


বিদ্যুৎ খাতে অতিরিক্ত লোভী বিএনপি যখন ৫৪ হাজার কোটি টাকা লস দিয়ে তারেক জিয়ার নেতৃত্বে দেশবাসীকে খাম্বা ধরিয়ে দিয়েছিলো সেই দেশের ঘরে ঘরে শেখ হাসিনা এখন বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বিএনপি ও জামায়াতের রেখে যাওয়া মাত্র ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কে ২৫ হাজার মেগাওয়াটের বিদ্যুৎতে  পরিণত করে শেখ হাসিনা কি পাপ করেছেন?


বিএনপি ও জামায়াতের আমলে এক লক্ষ টাকার মোবাইল কে ক্ষমতায় এসে মাত্র দশ হাজার টাকা করে দিয়ে মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়ে ও নিশ্চয় অপরাধ করেছেন। যে দেশে অনেক জেলায় ও উপজেলায় সন্ধ্যার পর গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যেত এখন সেই প্রত্যন্ত অঞ্চলে ও সারাদিন সারারাত গাড়ি চলে। তবু ও আমরা খুশি নই।


ইউরোপে যখন অর্থনৈতিক মন্দা , সারা বিশ্বের অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছিলো তখনো বাংলাদেশের রিজার্ভ ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের উর্ধমূখী জিডিপি যখন সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে , সারাবিশ্বের প্রধানমন্ত্রী ও নামিদামি ব্যাক্তিরা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম করছে, প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা কে আশ্রয় দিয়ে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি খেতাব পান, যখন শেখ হাসিনা নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন, নিউইয়র্ক টাইমস ও ফোর্বসের মতো ম্যাগজিনগুলো ও যখন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ  তখনো এই দেশের কিছু আবাল শেখ হাসিনা কে নিয়ে হেসেছে।


কিন্তু আপনাদের হাসি ও তামাশায় , আপনাদের সমালোচনায় শেখ হাসিনার কিছুই আসে যায়না।


শেখ হাসিনা কাজ করে যান। কাজ করছেন বলেই সমালোচনা হচ্ছে। যেই দেশের মানুষের এক বেলা খাবার খেতে কষ্ট হয়ে যেতো আজকে সেই দেশ বিএনপি সরকারের পুরো এক বছরের বাজেটের চেয়ে ও বেশি অর্থ দিয়ে তথা প্রায় ৫৭ হাজার কোটি টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছে। এখন তাই অতীতের দিকে তাকাই আর আপনমনে হাসি।


সাবমেরিন ক্যাবলের সাথে যখন বাংলাদেশ কে ফ্রী তে সংযুক্ত করার কথা উঠলো তখনকার বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ এমপি ও মন্ত্রীরা তথ্য পাচার হয়ে যাবে বলে তাতে সংযুক্ত হননি। দুই তৃতীয়াংশ অশিক্ষিত ও মূর্খের সেই বিএনপি সরকারের সাবমেরিন ক্যাবল কি তাই জানতো কিনা সন্দেহ !!!


পদ্মা সেতু কে যারা বলে জোড়াতালির সেতু জামায়াতের সাথে বিএনপি ও জামায়াতের জোড়াতালির সেই সরকার যারা দেখেছেন তারা শুধু একটিবার নিজের বিবেক কে প্রশ্ন করুন - কেমন ছিলেন বিএনপি ও জামায়াতের আমলে ???
বরং আমরা এখনো শেখ হাসিনা কে ইসলামের দুশমন ও ভারতের দালাল সাজিয়ে ক্ষমতায় যেতে চাই। অথচ সেই শেখ হাসিনাই বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ করে দিচ্ছেন।


বর্তমানে বাংলাদেশ ভারতে রপ্তানি করে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য। ভারতের বিরুদ্ধে মামলা করে শেখ হাসিনা আমাদের সমুদ্র বিজয় করে দিয়েছেন। আয়তনে বাংলাদেশের মত আরেকটি বাংলাদেশ উপহার দিয়েছেন । তবু ও আমরা খুশি নই। কারণ শেখ হাসিনা আমেরিকার দালালি করেন না।


শেখ হাসিনার কৃতজ্ঞতা বোধ আছে। মুক্তিযুদ্ধের সময় ভারত ও রাশিয়ার সহযোগিতার কথা এই দেশের ১৬ কোটি বাঙালি ভূলে গেলে ও ৭৫ এর ১৫ ই আগষ্ট পিতাসহ পরিবারের অসংখ্য সদস্য হারানো শেখ হাসিনা ভূলে যাননি।।
এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে সর্বোচ্চ কৃতজ্ঞতা বোধ নিয়ে বলতে চাই - 


" নাইচ টু মিট ইউ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা"


জয়তু শেখ হাসিনা।।
#আলো_আসবেই 
#সবুজ_ভালোবাসা 
#বাংলাদেশ ফোর্স ১৯৭১
#শেখহাসিনা

 

Sharif Mazumder

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ