• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা মেধা বৃত্তি পেলেন মোঃ আলমামুন হোসেন

আসতাব হোসেন
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম
শেখ হাসিনা মেধা বৃত্তি, মোঃ আলমামুন হোসেন , ঢাকা বিশ্ববিদ্যালয়,

 

তরুণ কবি ও সাহিত্যিক  মোঃ আলমামুন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে  প্রথম শ্রেণীতে প্রথম স্থানে কৃতিত্বের সাথে সম্মান ডিগ্রি অর্জন করেন ।  

 

বিষয় ভিত্তিক কারণে ৩০/০৯/২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলা একাডেমির সেমিনার কক্ষে শেখ হাসিনা মেধা বৃত্তি প্রদান করা হয় । তরুণ কবি ও সাহিত্যিক  মোঃ আলমামুন হোসেন সম্মানিত অতিথিদের নিকট হতে শেখ হাসিনা মেধা বৃত্তি  গ্রহণ করেন। 


উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম মতিয়া চৌধুরী (এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামি লীগ),
 প্রধান আলোচক বাংলাদেশ সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-


১/ জনাব আব্দুর রহমান (সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ)
২/ জনান মুহম্মদ নুরুল হুদা( মহাপরিচালক, বাংলা একাডেমী)
৩/ অধ্যাপক ড.ভীষ্মদেব চৌধুরী ( বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৪/ অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ( চেয়ারম্যান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
সহ আরও অনেকে। 

 

বাংলাদেশে এরকম আলোকিত প্রজন্ম গড়ে উঠবে নিজেদের দক্ষতায়, নিজেদের চেষ্টায় সেই আশা ব্যাক্ত করেন সকলে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় এগিয়ে যাওয়া বাংলাদেশকে মোঃ আলমামুন হোসেন এর মতো প্রজন্ম আরো শক্তি যোগাবে বলেও সকলে আশাবাদ ব্যাক্ত করেন । 

মোঃ আলমামুন হোসেনকে প্রাণঢালা অভিনন্দন সেই সাথে  আরও যারা মেধাবৃত্তি অর্জন করেছেন  তাদেরও  জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ