• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শেরপুরে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা - চাঁদ পলাতক, ৩ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১০ এএম
বিএনপি, চাঁদ, আবু সাইদ, রাজশাহী, হত্যার হুমকি, প্রধানমন্ত্রী, রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে মামলা হয়েছে।

সোমবার (২২ মে) সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজয় বসাক জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় আবু সাঈদ চাঁদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় ৩ জন গ্রেফতার হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) পুঠিয়া শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দেন। 

এ ঘটনার পর রোববার রাতে সন্ত্রাস দমন আইনে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন। ওই মামলার পর থেকে চাঁদ পলাতক রয়েছেন।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ