• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শেষ হলো ভোর হবার অপেক্ষা'র শ্যুটিং

মোঃ শাহীনুর ইসলাম নয়ন(ধ্রুব):
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০৫ পিএম
বিনোদন, শ্যুটিং, ভোর হবার অপেক্ষা
ভোর হবার অপেক্ষা - খন্ডচিত্র

শেষ হলো ইটভাটার শ্রমিকদের সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র  ”ভোর হবার অপেক্ষা” শ্যুটিং।  

হাজারো দুঃখ কষ্ট মান-অভিমান চড়াই উৎরাই পার করেও মানুষ বেচেঁ থাকার আপ্রাণ চেষ্টা করে। চেষ্টা করে একটা স্বপ্ন কে আঁকড়ে ধরে নতুন স্বপ্ন গড়ার। ভাঙ্গা গড়ার এই জগতে বেঁচে থাকার আশায় মানুষ কে ভরসা যোগায়। সবুজ আর মালা তেমনি নতুন স্বপ্ন গড়ার ইচ্ছেতে হাতে হাত রেখেছিলো। যে হাত দিয়ে অন্যের জন্য ইট বানায় তারা, সেই ইট দিয়ে নিজেদের একটা সাজানো-গোছানো, সুন্দর, নতুন ঘর নির্মাণের স্বপ্ন ছিলো সুবজ-মালার। কিন্তু ছয় মাসের চুক্তিতে ভাটায় কাজ করতে আসা মালা, সবুজ ও তাদের আরও কিছু লোকগুলোর সারাজীবন দারিদ্রতার কাছে স্বপ্ন গুলো হার মানে। এ ভাবেই বছরের পর বছর শ্রমিকদের মানবেতর  জীবন কাটে।

May be an image of 3 people, tree and outdoors

May be an image of 6 people, people standing and outdoors

 তারপরও মানুষ স্বপ্নবাজ হয়।মালা আর সবুজও বুনেছিল স্বপ্নের বীজ। নতুন একটা সুন্দর ভোর দেখার অপেক্ষায়। অথচ কিছু নরপিশাচরা মালা আর সবুজের স্বপ্ন পুরুণে বাঁধা হয়ে দাঁড়ায়।

 মনসুর রহমান চঞ্চলের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এমনই একটা বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ”ভোর হবার অপেক্ষা”।

May be an image of 4 people, people sitting, tree and outdoors

May be an image of 3 people, people standing and outdoors

  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  চিত্র গ্রাহক নিয়জ মাহবুবের চিত্রগ্রহণে নির্মিত হয়েছে আর্ট ফ্লিম "ভোর হবার অপেক্ষা"। 

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাহানা সুমি, উজ্জল লস্কর, শাহজাহান শোভন, ইশরাত জাহান, এ বি এম সাইদুল হক, হমায়ুন কবির, আক্তারুজ্জামান সুলতান, আতিক মুসাফির, লিসা, নাদিম শ্রাবন, রাকিব ও ইট ভাটার শ্রমিকরা। 

গত ২৪-২৬ ফেব্রুয়ারী গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জ ও শীতলক্ষ্যা নদীর পাড়ে গ্রামীণ পরিবেশে  চলচ্চিত্রটির স্যুটিং সম্পন্ন হয়েছে।

May be an image of 11 people, people standing, people sitting and outdoors

May be an image of 4 people, people standing and outdoors

 ইলেক্ট্রি ছাড়া নব-উদ্ভাবন বাইক দিয়ে লাইটিংয়ের ব্যবহারও বেশ আনন্দের তা জানান কলাকুশলীরা। 

 চলচ্চিত্রটিতে মৌলিক দুটি গানের শ্যুটিং, ডাবিং ও এডিটিং শেষে সেন্সর বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে।

May be an image of 4 people, people standing and body of water

May be an image of 3 people, people standing and outdoors

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ