
কামরান চৌধুরী- জন্ম ১৯৬৮ সালের ১২ অক্টোবর যশোর জেলায়। বাবা গোলাম কাদের চৌধুরী, মা হাসিনা জাহান চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিষয়ে ১৯৯১ শিক্ষাবর্ষে সম্মানসহ স্নাতোকত্তোর ডিগ্রী লাভ করেন। শিক্ষাজীবন শেষে এনজিওতে দীর্ঘ ২৪ বছর কাজ করেন। বর্তমানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। ঢাকার শ্যামলীতে বসবাস।
ছাত্রজীবন থেকে লেখালেখির সাথে যুক্ত থেকে কবিতা, রচনা, পত্রিকায় কলাম, পর্যটন বিষয়ক লেখা লিখেছেন। সমসাময়িক জীবন, স্বদেশ, নিসর্গ, আধ্যাত্মিকতা, প্রেম, ধর্ম, রাজনীতি তাঁর কবিতা, গান ও লেখার উপজীব্য। সাহিত্য সাধনা, প্রকৃতি প্রেম ও সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। প্রকাশিত গ্রন্থ ২০টি, এরমধ্যে কবিতাগ্রন্থ ১৩টি। গদ্য গ্রন্থ : (১) দিবস কাহিনী (আন্তর্জাতিক দিবসের উপর লেখা), (২) চিনবো এবার বাংলাদেশ (ভ্রমণ ও পর্যটন বিষয়ক) (৩) সাহিত্যে নোবেল জয়ীদের কথা (৪) ভাস্কর্য ম্যুরালে মুক্তিযুদ্ধ (৫) জাগাও তোমার শক্তিকে (৬) মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু (৭) প্রবাদ প্রবচন ও বাগধারা কাব্যগ্রন্থ (১) নিসর্গে মিশেছে প্রেম , (২) নিরঞ্জনের আলো (৩) অন্তরে বাহিরে (৪) ভালোবাসায় ডুবসাঁতার (৫) ছন্দপতন (৬) প্রেম ছুঁয়েছে প্রজাপতি (৭) ঘুণে ধরা দেহ খাঁচা (৮) সীমা বৃত্তে (৯) স্মৃতির জানালায় রৌদ্রছায়া (১০) বর্ণ শব্দের ছোঁয়া (১১) সপ্ত দশ ডিঙ্গি বেয়ে (১২) ত্রিমাত্রিক কাব্য (১৩) বিবর্ণ গোধুলীতে প্রেম।
শোকাবহ আগস্টের প্রতিযোগিতা---
দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন
সেই রক্ত ঝরা রাত
কবি, কামরান চৌধুরী
সেই রাত আর দশ রাতের মতোই ছিল স্বাভাবিক
যে যার মতোই ব্যস্ত, দিনভর হইচই শেষে ক্লান্ত
আপন জনের সাথে একত্রিত বিছানায় অচেতন
কতো কতো স্বপ্ন বুকে আঁকা ছিল সযতনে সযতনে।
দূরে কুকুরের কান্না, নিশুতি পাখির ডাক, পাতা ঝরা রাত
জেগে ছিল প্রহরীরা সতর্ক পায়চারিতে ভয়হীন
জেগে ছিল ঘাতকেরা আর পরাজিত শত্রু নির্মম জিঘাংসায়
অতর্কিত আক্রমণ ..... নিদ্রাভঙ্গ দিশেহারা ভয়ার্ত পলক সকলের।
স্বাভাবিক রাত ক্রমে ক্রমেই অস্বাভাবিক হয়ে ওঠে
সাজোয়া যানবাহনে, ভারী বুটের কম্পনে, ম্যাশিনগানের শব্দে
ঝাঁকে ঝাঁকে নির্বিচারে গুলি চলে কালো খাকী পোষাকধারীদের অস্ত্রে
একে একে ঝরে গেল আঠারোটি তাজা প্রাণ, সুস্বপ্নের অন্তর্ধান।
হায়েনার হাত থেকে নারী শিশু অন্তঃসত্বা পায়নি রেহাই কেউ
বন্য শুকরের দল স্বাধীনতা বিরোধীরা অস্তমিত করে স্বাধীনতা সূর্য।
সদ্য জন্ম নেয়া দেশ অমাবস্যা অন্ধকারে দিল ডুব
সেই রক্ত ঝরা রাত দেশের উন্নয়নকে করে কুপোকাত।
উনিশ’শ পচাত্তর পনের আগস্ট ভোরে রক্তস্নাত বাঙালি জাতির পিতা
যার হাতে বাঙালির স্বাধীনতা স্বপ্ন গড়া
যার হাতে জন্মেছিল এ বাংলাদেশ।
যে আদর্শে উজ্জীবিত, গোটা দেশ গোটা জাতি, সে আদর্শ যবনিকাপাত
বাঙলার আকাশের নক্ষত্র পতন রাত,
বাঙালির গর্ব খর্ব, তেজঃস্বিতার হলো যে সর্বনাশ।
সেই রক্ত ঝরা রাতে, কলংকিত প্রভাতে খুন হলো যে জাতির পিতা।
বিশ্ব হারালো যেনো রে অনন্য সাহসী নেতা, শোষিতের মিতা।
সেই রক্ত ঝরা রাতে হারিয়ে গেল বিবেক, স্তম্ভিত আবেগ।
আবার কবে জাগবে, চেতনা শিখা জ্বলবে এ বাংলার আকাশে?
প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুর চেতানায় জাগবে-ভাসবে, আত্মবলিদান দিবে
সোনার বাংলা..... সেই দিনই হেসে উঠবে।।
১৩ আগস্ট ২০২২।। শ্যামলী, ঢাকা।।
Daily J.B 24 / শোকাবহ আগস্টের প্রতিযোগিতা
আপনার মতামত লিখুন: