• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সন্ত্রাস নির্মূলে ইতিহাসের সবচেয়ে বড় অসহায় দেশের নাম আমেরিকা ।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম
ওয়ান ইলেভেন , ১/১১, লাদেন, আল কায়েদা , ওসামা বিন লাদেন

 

২১ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ইতিহাসে দিনটি নাইন ইলেভেন  নামে পরিচিতি পায় । এই দিনের আমেরিকাতে চালানো হয়েছিলো ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলা। 

সেদিন নিউইয়র্কের টুইন টাওয়ারসহ চারটি স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় আল কায়দা। এর পরপরই শুরু হয় আমেরিকার ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। কিন্তু শেষ পর্যন্ত সেই সন্ত্রাসের বিরদ্ধে সবচেয়ে অসহায় দেশের নামের তালিকায় আমারিকার নামই ফুটে ওঠে।  কারণ আমেরিকা কার্যত কোন সন্ত্রাস যুদ্ধে অর্থাৎ সন্ত্রাস নিমূর্লে জয় পায়নি, বরং সেই সন্ত্রাস বিজ্ঞানই আমারিকার নির্ভরতার সবচেয়ে বড় স্থান বলেই বিবেচিত হয়েছে । 

 

যে তালেবান নির্মূল ১/১১ এর পরে আমেরিকার জনগন ও বিশ্বকে দেয়া সব চেয়ে বড় প্রতিশ্রুতি ছিলো , সেই তালেবানের হাতে ক্ষমতা দিয়ে আফগান থেকে বিদায় নিতে হয়েছে মার্কিনিদের। 

দুই দশক আগের যে হামলায় চারটি বিমান ছিনতাইকারী ১৯ জন আল কায়েদার মধ্যে ১৫ জনই সৌদি আরবের নাগরিক ছিলো, সেই সৌদীদের সাথে নিয়েই মার্কিন আবার সিরিয়াকে হত্যা করে, ইয়েমেন হত্যাকরে । 

তাই বলাই যায় দুনিয়ার ইতিহাসে সন্ত্রাস নির্মূলে সবচেয়ে বড় অসহায় দেশের নাম আমেরিকা । 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ