
সরকারের দায়িত্ব দেশের নাগরিকদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা।যখন নিরবিচ্ছিন্ন ভাবে তা নিশ্চিত করা যায় না তখনি রেশনিং সিস্টেমের মাধ্যমে যেতে হয়। বর্তমান ইউক্রেন -রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বে জ্বালানি তেলের দাম চড়া।সৌদি আরবের মত তেল সমৃদ্ধ দেশ নিজে তেল উৎপাদন কমিয়ে রাশিয়া থেকে আমদানি করছে।বুঝুন কতটা সতর্ক তারা।
আমাদের যেহেতু খনিজ তৈল পুরোটা আমদানি নির্ভর তাই আমাদেরকে আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। সরকার জ্বালানি খাতে ভুর্তকী কম করে দেশের অর্থনীতির চাকা ঠিক রাখার জন্য ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সাময়িক বন্ধ রেখেছেন।এতে করে বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি হয়েছে। তাই সরকার বিদ্যুতের রেশনিং(লোডশেডিং) শুরু করেছেন। তাও ২৪ ঘন্টায় মাত্র ২ ঘন্টা। এতেই আমাদের দেশের জনগণের নাভিশ্বাস ছুটে যাচ্ছে !
একটু ভাবুন,এই ২ ঘন্টা লোডশেডিংয়ের ফলে খনিজ তেল কিছুটা কম আমদানি করতে হবে।যার জন্য দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ কম পড়বে।ফলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। রাষ্ট্রের যেমন জনগণের জন্য দায়িত্ব আছে। তেমনি জনগণকে রাষ্ট্রের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব।
Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া
আপনার মতামত লিখুন: