• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সরকার পতনে গণতন্ত্র মঞ্চের সেই ৭ দিনের মধ্যে পরিকল্পনা কোথায় !

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১২ এএম
বিএনপি, খালেদাজিয়া, তারেক রহমান, গণতন্ত্র মঞ্চ, ৭ দিনের মধ্যে  পরিকল্পনা

 

 

গণতন্ত্র_মঞ্চ যেদিন তৈরি হলো সেদিন তারা  বলেছিলো আগামী ৭দিনের মধ্যে #সরকার পতনে, সংবিধান সংস্কারের ও #অন্তর্বর্তিকালীন সরকার কেমন হবে সেই বিষয়ে পরিকল্পনা প্রকাশ করার কথা ছিলো । কিন্তু আফসোস, আজও সেই পরিকল্পনা আলোর মূখ দেখেনি । 


১। নিজেদের মধ্যে সিদ্ধান্থীনতা
২। বানরের মতো রুটি ভাগে জটিলতা
৩। বিএনপির মহাসচিব পরিবর্তনে ফকরুল বিরোধী গোষ্টি তারেক রহমানের নিকট গোপন চিঠি প্রেরণ । 
৪। বিএনপি পারেনি তাদের অন্যান্য দলকে সন্তুষ্ট করতে 
৫। সারাদেশে সমাবেশের নামে স্থানীয় ভাবে মনোনয়ন বানিজ্যের বাম্পার ফলন নিয়ে ভাগ বাটোয়ারার নামে জটিলতা 
৬। ভাগবাটোয়ারা বা কাঙ্ক্ষিত আয় না হওয়ায় আংশিক কমিটি ঘোষণা 
৭। রুমিন ফারাহানা, শামা ওবায়েদ নাকি নিপুন রায় এই প্রশ্নে দ্বিধা বিভক্তি 

 


এসব নানা জটিলতায় খাঁচা বন্দী রয়েই গেছে সেই ৭ দিনের মধ্যে পরিকল্পনা  দেবার প্রতিশ্রুতি । 
ভাবছেন গণতন্ত্র মঞ্চে বিএনপি কোথা থেকে এলো ? এই খানেই রয়েছে রাজনীতির মাজেজা । বিএনপি এদের মধ্যেই আছে, এবং এদের মুল পরিকল্পনাকারী বিএনপি নিজেই । 
স্বপ্ন দেখা ভালো, কিন্তু ধানের বাজারে ওলকচু বিক্রি করার স্বপ্নে থাকতে নেই। এতে ক্রয় বিক্রয় সুবিধা হয়না । ৯৬ আর ২০২২ এর প্রেক্ষাপট, সময়, দিন ক্ষণ এসব এক নয় । এসব জেনেও না জানার ভান করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা মানেই - কিছু মায়ের আঁচল খালি হওয়া । 

 

মোঃ তৈমুর মল্লিক 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ