• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সাংবাদিক নয়নের হটাও গুজবে মরিয়ম মান্নান

বিনোদন ডেস্ক রিপোর্টঃ 
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ এএম
সাংবাদিক নয়ন,  হটাও গুজব,  মরিয়ম মান্নান

 

নির্মাণের আগেই সাংবাদিক ধ্রুব নয়নের সাম্প্রদায়িকতা, গুজব-অপপ্রচার বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজব আলোচনার ঝড় তুলেছে। সম্প্রীতি গুজব-অপপ্রচারের ফলে সারাদেশব্যাপী সৃষ্টি হওয়া চাঞ্চল্য এবং সোস্যাল মিডিয়ায় ভাইরালের ফলে হটা গুজবে এবার মরিয়ম মান্নানের কাহিনীও যোগ করা হয়েছে বলে জানান সাংবাদিক ধ্রুব নয়ন। আর এ নিয়ে আবারো আলোচনায় এসেছে হটাও গুজব।

শুরু হয়েছে চুল-ছেঁড়া বিশ্লেষণ। এদিকে, চলতি মাসের ১২ সেপ্টেম্বর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্রটির শুভ মহরতের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে একই দিনে সন্ধ্যা ছ'টায়  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে শুভ মহরত সম্পূর্ণ হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সাম্প্রদায়িকতা বিরোধী চলচ্চিত্র হটাও গুজব একটি সাহসী নির্মাণ বলে জানান উক্ত চলচ্চিত্রের শুভ মহরতের প্রধান অতিথি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। গত ১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক ধ্রুব নয়নের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজব-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। এসময়, প্রধান অতিথির দেওয়া শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক বদিউর রহমান চলচ্চিত্রটির সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশে এসময় হটাও গুজব একটি সাহসী নির্মাণ। তিনি বিশ্বাস করেন- সমাজ পরিবর্তনে, উগ্র মনোভাব পরিবর্তনে এবং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে   হটাও গুজব রাষ্ট্রের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। 

 

দূর্জয় বাংলা নিবেদিত,  জান্নাত আলো কথাচিত্রের ব্যানারে ও ধ্রুব আলো মাল্টিমাটিয়ার প্রযোজনায় হটাও গুজব চলচ্চিত্রটির পরিচালনা করছেন সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন এবং দূর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, ভয়েস স্পীকার এবং জয় বাংলা টুয়েন্টি ফোর ডট লাইভ-এর সম্পাদক ও প্রকাশক তৈমুর মল্লিক ভূঁইয়া হটাও গুজব-এর নির্দেশনায় রয়েছেন।  

 

সাম্প্রদায়িকতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজবের অভিনয়শিল্পীদের চূড়ান্ত তালিকা শীঘ্রই প্রকাশ করবে ধ্রুব আলো মাল্টিমিডিয়া।  চলচ্চিত্রটির পরিচালক ও ধ্রুব আলো মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক ধ্রুব নয়ন বলেন, আনুষ্ঠানিকভাবে শুভ মহরত সম্পূর্ণ হয়েছে। স্ক্রীপ্টে নতুন করে সম্প্রীতি ঘটে যাওয়া  মরিয়ম মান্নানের নাটকীয়তা যোগ করা হচ্ছে।  শীঘ্রই রাজধানী ঢাকা সহ সাভারের বেশ কয়েকটি লোকেশনে হটাও গুজবের দৃশ্যধারণ করা হবে।

 

হটাও গুজব একটি সুস্থ্য, সুন্দর, সাবলীল ও সামাজিক ধারার  নির্মাণ হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলতঃ নির্মানে আসা।  গুজবের ফলে সমাজ ও রাষ্ট্র যে হুমকির মুখে সম্মুখীন হয় বা হচ্ছে কিংবা অনেক সময় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে সে সব ঘটনার প্রেক্ষিতেই গুজবের বিরুদ্ধে  সামাজিক ভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  হটাও গুজব নির্মিত হচ্ছে। পরিচিত-অপরিচিত মহলে হটাও গুজব নিয়ে ইতিমধ্যে ব্যাপক  আলোচনার ঝড় উঠেছে।  এখন শুধু এতোটুকুনই বলবো- কেউ গুজব ছড়াবেন না।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ