
ডানহাতি পেসার (অলরাউন্ডার) সাইফউদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যে দিয়ে আবার জাতীয় দলে ফেরার প্রহর গুনছিলেন কিন্তু তার ভাগ্য সহায় হলনা । সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন এই অলরাউন্ডার।
তবে উইন্ডিজে উড়াল দেওয়ার আগের দিন পুরোনো চোট আবার ফিরে এলো । বোলিংয়ের সময় পিঠের সেই পুরোনো ব্যথা আবার ফিরে এসেছে এই পেসারের। আর তাই বিসিবির মেডিকেল টিম সাইফউদ্দিনকে উইন্ডিজ সিরিজের জন্য আনফিট ঘোষণা করেছে। যার ফলে উইন্ডিজে আর উড়াল দেওয়া হচ্ছে না এই পেসারের।
বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। রাতে সাইফউদ্দিনের পিঠের চোটের বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে। এই পেসার অলরাউন্ডারের জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্তির বিষয়টি এখনও জানায়নি বিসিবি।
জেবি/খেলাধুলা
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: