• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাফাদি - নুরু বৈঠক - জেকবের পুরোনো নাটক নিয়ে টিউমার টিটো, সাকিব ও শিবির ক্যাডার তারেক ।

Abdullah Harun Jewel
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম
সাফাদি,  নুরু, জেকব মিল্টন,  পুরোনো নাটক, টিউমার টিটো, সাকিব, শিবির ক্যাডার তারেক

 

মেন্দি সাফাদির সঙ্গে নুরুর বৈঠকের খবর ফাঁস হওয়ার পর জেকব মিল্টনের পুরোনো নাটক নিয়ে হাজির হয়েছে  টিউমার টিটো, গেসাকিব ও শিবির ক্যাডার তারেক । 

 

২০১৬ সালে ভারতে মেন্দি সাফাদির সঙ্গে বৈঠকের কারণে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন এ ঘটনা ধামাচাপা দিতে মেন্দি সাফাদির সাক্ষাতকার গ্রহণ করে জেকব। দাবি করা হয় - মেন্দির সঙ্গে সজীব ওয়াজেদ বৈঠক করেছিলেন। 


সজীব ওয়াজেদ এ সংবাদের প্রতিবাদ জানিয়েছিলেন। ফলে বিবিসি বাংলা নিজেই দুঃখ প্রকাশ করেছিল এ সংবাদ নিয়ে।


মজার ব্যাপার হচ্ছে, বৈঠক করলেও সজীব ওয়াজেদের পরিচয় জানতেন না, এমন কি তিনি প্রধানমন্ত্রীর পুত্র তাও জানতেন না বলে স্বীকার করেছেন মেন্দি। সজীব ওয়াজেদ নাকি ইসরাইলের সহযোগিতা চেয়েছে।
গুজবগোষ্ঠীর বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তা সকলেরই জানা। তাই নুরুর সঙ্গে মেন্দির রিয়েল ছবিকে ফেইক বলে দাবি করে হাস্যকর সব যুক্তি দেখায়। বিএনপি নেতা জেকব ও আসলাম চৌধুরীর সঙ্গে মেন্দির কি সম্পর্ক তা নিয়ে কোনো কথা নেই! 


এরা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, প্রোটোকল ও পদমর্যাদা সম্পর্কে জানে না বলেই স্টেট ডিপার্টমেন্টের ডেস্ক অফিসারের সঙ্গে ছবি তুলে নিজেকে ধন্য মনে করে নুরু পোস্ট দেয় - যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে!


সজীব ওয়াজেদের যদি ইসরাইলের সহযোগিতা দরকার হতো তাহলে তিনি বৈঠক করতেন ইসরাইল সরকারের শীর্ষ কোনো নেতার সঙ্গে। তৎকালীন বিরোধী দলীয় নেতা মেন্দির সঙ্গে কোন যুক্তিতে বৈঠক করে সহযোগিতা চাইবেন?
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো এলার্জি নাই। ইসলাম ইসলাম বলে চিৎকার করে তৌহিদী জনতার নেতা হিসেবে মেন্দির সঙ্গে বৈঠক করে নুরু নতুনভাবে কিছু প্রমাণ করে নি; আমরা আগে থেকেই জানি নুরু নীতিহীন, বিবেকহীন ও ক্ষমতালোভী।

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ