
টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ পরিচালক আলী আকবরের ১৫ মে স্বাক্ষর করা এক নোটিসে তাকে তলব করা হয় ।
ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে ।
উল্লেখ্য ২০২১ সালে ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ ।
গত বছরের জুন মাসে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ সহ ভুয়া ব্যাংক একাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক ।একই সঙ্গে দুই সদস্যের টিম গঠন করা হয় । সংস্থাটির সচিব মো : মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Daily J.B 24 / নিজস্ব প্রতিনিধি
আপনার মতামত লিখুন: