• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সারাদেশে রাজনৈতিক সভা সমাবেশের জন্য নির্ধারিত ময়দান ব্যাবহার আইনগত ভাবে বাধ্যতামূলক করুন ।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৭ পিএম
শেখ হাসিনা,  প্রধানমন্ত্রী, মাননীয় স্পীকার, হাই কোর্ট, জজ কোর্ট, আইন বিভাগ

 

বাংলাদেশের রাজনৈতিক চিন্তাধারা কখনই গণমানুষের পক্ষে ছিলো না , আজও নেই । একটিদেশের জনসংখ্যা রাজনৈতিক স্বার্থ হাসিলের মোট জনসংখ্যার অনেক অনেক বেশি । কথায় কথায় আপনারা বলেন, আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগন দেশের মালিক, ক্ষুদ্র জনগোষ্টির স্বার্থে, রাজনৈতিক স্বার্থ হাসিলে রাজনৈতিক সভা সমাবেশের নামে আপনি কিছুতেই পারেন না জনস্বার্থ কে পায়ে দলে চলে যেতে । 


আপনি রাজনীতি করেন ভালো কথা, আপনি সাধারন খেটে খাওয়া মানুষের পেটে একবেলার জন্য লাত্থি দেবার ক্ষমতা রাখেন না, অধিকার রাখেন না । এটার নাম গণতন্ত্র নয় । সেখানে আপনি একটি রাজনৈতিক সভা সমাবেশের নামে কমপক্ষে ৩/৪ দিন সাধারন খেটে খাওয়া মানুষের পেটে লাত্থি মারবেন সেটা হতেই পারে না । জুডিশিয়াল বিভাগের নিশ্চই সেই সিদ্ধান্ত দেবার ক্ষমতা থাকার কথা । আইন দেশকে সোজা রাস্তায় রাখে, তাহলে এই ক্ষেত্রে, দেশের মানুষের স্বার্থে কেন জুডিশিয়াল বিভাগ তাকিয়ে তাকিয়ে দেখবে । 


সড়ক ব্যাবস্থা সাধারন মানুষের রুটি রুজির প্রধান মাধ্যম । অফিস, আদালত, স্কুল , কলেজ , ব্যাবসা, যাই কিছু পরিচালিত হোক সেখানে সময়মতো সংশ্লিষ্ট মানুষের উপস্থিতি অপরিহার্য । সেই অর্থ দিয়েই দেশ পরিচালিত হয় । তাহলে দেশের অর্থের চাকা বন্ধ করে দিয়ে আপনারা কোন রাজনীতি করছেন, আবার বলছেন আপনারা গণমানুষের রাজনীতি করেন ? 
রাস্তা অবরোধ করে, রাস্তায় চলন্ত গাড়িতে আগুন জ্বালিয়ে বোমাবাজি করে, সন্ত্রাসী তৎপরতা ধরে রেখে যে সভা সমাবেশের সংস্কৃতি বাংলাদেশে প্রচলিত, সেটা বন্ধ করার সময় হয়েছে । এই ব্যাবস্থা বাস্তবায়নে বাংলাদেশ জুডিশিয়াল বিভাগ সবার আগে সামনে এসে দাঁড়াতে পারে বলেই মনে করি । 


সময় পাল্টেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখনও যদি সেই বৃটিস আমলের রাজনীতি চালু থাকে সেটা বড্ড বেমানান এবং আধুনিক বাংলাদেশের জন্য বেমানান , সেই সাথে অবশ্যই গণমানুষের স্বার্থ বিরোধী । 
#বিএনপি বর্তমানে ময়দানে যেতেই চাইছে না, #রাজনৈতিক #অপকৌশল বাস্তবায়নে তারা তাদের কেন্দ্রিয় অফিস এলাকার রাস্তা ব্যাবহার করতে চাইছে । যা চরম ভাবে সাধারন মানুষের স্বার্থ বিরোধী এবং দেশের অর্থনৈতিক চাকা কয়েকদিনের জন্য থামিয়ে দেয়ার অপচেষ্টা । 


সেই সাথে অবশই আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহীনিকে এবং তাদের বিপক্ষ দলের সাথে একটি অস্থায়ী যুদ্ধে লিপ্ত হওয়া । সেখানেও বলির পাঠা হবে সেই সাধারন মানুষের ঘরের ছেলে । দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা এবং সেই অস্থিরতার মাধ্যমে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ,যা থামিয়ে দিতে সক্ষম একমাত্র জুডিশিয়াল বিভাগ । আইনগত ভাবে যে কোন সড়কে আন্দোলন, সভা সমাবেশ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি ।

 

 

মোঃ তৈমুর মল্লিক 

 

 

#মাননীয়_প্রধানমন্ত্রী #হাইকোর্ট #সুপ্রিমকোর্ট #আইনবিভাগ

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ