• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সিসিক নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা - মেয়র আরিফুল

নিজস্ব প্রতিবেদক হাবিব আহমেদ
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৫ পিএম
সিসিক নির্বাচন,  মেয়র আরিফুল , নির্বাচন, বিএনপি, আওয়ামীলীগ

 

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী মেয়র প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব কথা বলেন তিনি।

মেয়র আরিফুল বলেছেন, অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেব না। আপনারা একজায়গায় ভোট দিলে ভোট অন্য জায়গায় যাবে, আমি কীভাবে নির্বাচন করব। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন।

২০ মে শনিবার  বেলা সাড়ে ৩ টায় নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনতার সমাবেশ করে এই ঘোষণা দেন আরিফুল হক। তিনি কী সিদ্ধান্ত নেন তা জানতে দুপুর থেকেই রেজিস্ট্রারি মাঠ কানায় কানায় ভরে ওঠে।

তিনি এ সময় বলেন,  বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। তাই আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরার্মশে এ নির্বাচন বর্জন করলাম।  অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি সব সময় আপনাদের পাশে থাকব। আমি যখন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম তখন আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেইসব কথা ভুলতে পারি না।

নাগরিক সভার আগে মেয়র আরিফুল হক চৌধুরী হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন এবং বিকেলে নাগরিক সভায় যোগ দেন। নাগরিক সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

পৌর নির্বাচন বিভাগের জনপ্রিয় সংবাদ