• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সুশীল সমাজের গোপন মিশন - সুযোগ তৈরির চেষ্টায় দিনপাত ।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম
civil society , politics , AwamiLeague , BNP , BNPJamaat

 

বিগত ২০১৪ সালের পর থেকে দেশের সুশীল সমাজের বিভক্তি পরিস্কার হয়ে উঠেছে, এটা সকলেই জানে । এদের মধ্যে দেশের মধ্যে রয়েছে ও দেশের বাইরেও রয়েছে । 

 

১। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের একটি গ্রুপ যারা দেশের বাইরের চেয়ে আওয়ামীলীগ সরকারকে গুরুত্ব দেয় এবং সেই অনুসারেই নিজেদের পরিচালনা করেন । 

২। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দেশের মধ্যে নামে বেনামে বিভিন্ন এনজিও, মানবাধিকার প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে বসে আছে । যারা দেশের বাইরের শক্তিকে প্রাধান্য দিয়ে অর্থের বিনিময়ে সেই দেশের চাহিদা বাস্তবায়নে কাজ করে । 


সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী সুশীল সমাজ গোপন মিশনে তৎপর রয়েছে বলেই শোনা যাচ্ছে ।
 
দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে, তখন তথাকথিত এই সুশীলদের পর্দার সামনে ততোটা দেখা যায়না, যতটা দেখা যায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠকে ও ককটেল পার্টিতে । তথাকথিত এই সুশীল সমাজ যে দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে দেশে বিদেশে চালু রাখু গোপন বৈঠক । সেইদিক থেকে এরা বেশি গুরুত্ব দেয় আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, তুরস্ক ইত্যাদি দেশকে । 

সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচন কেন্দ্রিক গোপন মিশনে তারা প্রধানত ৬ টি ধাপে সামনে এগিয়ে যাচ্ছে বলে শোনা যায় ।

 

১। বিএনপিকে ফুঁসলিয়ে দেশের মধ্যে সভা সমাবেশের নামে অস্থিরতা বৃদ্ধি চালিয়ে যাওয়া । এবং এই সকল কাজে বিএনপিকে অর্থায়ন যা বিদেশ থেকে আসে । 

২। যে কোন উপায়ে আগামী নির্বাচনে বিএনপি সহ অন্য কোন দল অংশ না নিক সেই ব্যাবস্থা করা , যেন সরকার একটি সংকটের মধ্যে পড়ে যায় । 

৩। তথাকথিত এই সুশীলগণ বিদেশি কুটনীতিকদের নিকটে ও বিদেশে সরকারের বিপক্ষে যায় এমন সকল মিথ্যা বানোয়াড তথ্য উপস্থাপন করা। বিশেষ করে অর্থনৈতিক সংকটকে যেটা নয় সেই রঙ দিয়ে উপস্থাপন করা ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য সম্প্রচার করা । 

৪। তাদের নিয়ন্ত্রীত ৩/৪ টি মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে কৌসুলি কনটেন্ট তৈরি করে প্রচার করা ও কৌশলী আর্টিকেল উপস্থাপন করা । বলা যায়, সবই তাদের বলা কথার কপি প্রচার করা । 

৫। দেশে সাংবিধানিক সংকট তৈরি করে নিজেরা ক্ষমতায় বসার নীলনক্সা বাস্তবায়ন করা । 

৬। দেশের মূল প্রতিরক্ষা সংস্থার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসার জন্য সকল প্রকার ব্যাবস্থা গ্রহন করা । 

শোনা যাচ্ছে আমেরিকায় বসে ড.ইউনুসের নেতৃত্বে তথাকথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ সুশীল সমাজ অতি গোপনে মিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে । যে কোন উপায়ে একটি শূন্যতা তৈরি করে অন্তর্বর্তিকালিন সরকার বা যে নামই দেননা কেন সেই নামে নিজেরা সরকার ব্যাবস্থায় বসে যাওয়া । এরপরে অনির্দিষ্ট সময় পরে বিদেশি শক্তির চাহিদা মোতাবেক পুতুল সরকার প্রতিস্থাপন করা । 

 

#মাননীয়_প্রধান্মন্ত্রী নিশ্চই এই বিষয়ে জ্ঞাত আছেন । তাই এই বিষয়ে রাজনৈতিক কৌশল প্রয়োগ তার উপরেই বর্তায় । 

 

মোঃ তৈমুর মল্লিক 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ