বহুদিন ধরেই অনেক রথী মহারথীদের মুখেই বলতে শুনেছি যে- সরকারের হাতে নাকি টাকা নাই ! সরকার নাকি সব ব্যাংক খালি করে ফেলেছে ! অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখি ওনার বাবার মতোই খুব খারাপ লোক ! তাইতো তিনি-
সরকারি চাকুরীজীবিদের বেতন দিগুন করে দিলেন !
উৎসব ভাতা চালু করলেন !
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দিলেন !
বয়স্কভাতা চালু করলেন !
বিধবাভাতা চালু করলেন !
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করলেন !
জামানত ছাড়াই কৃষকদের ঋণের ব্যবস্থা করলেন !
গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করলেন !
মুক্তিযোদ্ধাদের বাড়ি বানিয়ে দিলেন !
অসহায় গৃহহীন ৭০ হাজার পরিবারকে জমি সহ নতুন বাড়ি বানিয়ে দিলেন !
যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে সড়কগুলো ফোর লেন সিক্স লেন করলেন!
বিনা বেতনে শিক্ষার্থীদের পড়ার ব্যবস্থা করলেন !
বিনা খরচে বই বিতরণ করলেন !
স্কুলে স্কুলে ছাত্রদের মোবাইলে নগত মাসিক উপ বৃত্তির টাকা দিলেন !
হাজার হাজার বেসরকারি স্কুলকে সরকারি করে দিলেন !
মেগা মেগা প্রজেক্টের কাজ শুরু করলেন !
বিনা পয়সায় করোনার টিকা দিলেন !
করোনাকালিন সময়ে নগত অর্থ প্রদান করলেন !
বাজেটের পরিধি বাড়িয়ে দিলেন !
শ্রীলংকাকে বিশ কোটি ডলার ঋণ দিলেন !
শেষমেশ পদ্মা সেতুটাও বানিয়ে উদ্বোধনের দিনও ঘোষণা করে ফেললেন !
এতোকিছুর পরও কোনদিন শুনি নাই যে- কোন সরকারি কর্মচারীর মাসিক বেতন বাকি আছে !
আপনার মতামত লিখুন: