
ফেনীর সেই সেপটিক ট্যাংকের বিস্ফোরণে নিহত তিন সহোদরের মৃতদেহ আজ সকালে মোরেলগঞ্জের পঞ্চকরণে এসে পৌঁছে। বিপুল সংখ্যক ব্যাথাতুর হৃদয়ের মানুষের অংশগ্রহণর জানাজা শেষে বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতরা হলেন, (১) নুর ইসলাম মুন্সি(৫০),(২) মনিরুজ্জামান মুন্সী(৪৭) ও( ৩) আবদুর রহমান মুন্সি(৪৫) সবার পিতাঃ মৃত সৈয়দ আলী মুন্সী,গ্রামঃ পঞ্চকরণ,থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট।
তিন ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি পৌঁছান তাদের অপর ভাই আল-আমিন মুন্সি(৪২) আজ সকালে। এসময় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকা জুড়ে নামে শোকের ছায়া। প্রায় ১৩ বছর ধরে ঐ তিন ভাই ফেনীতে দিনমজুরি খেটে জীবিকা নির্বাহ করে আসছিলো।
সাহায্য হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন। এলাকার মানুষ এই হৃদয় বিদারক ঘটনায় একই পরিবারের তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকে মুহ্যমান।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: