
সোশ্যাল মিডিয়াতে একটি উক্তি ভেসে বেড়াচ্ছে, সোহারাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায়না তার কারন - স্বাধীনতা স্তম্ভ আছে, ৭-ই মার্চে #বঙ্গবন্ধুর ভাষনের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান, তিন নেতার মাজার আছে এবং সর্বপরি ৯৩ হাজার পাকিস্তানী সৈন্যের আত্মসমর্পনের ইতিহাস রয়েছে , রয়েছে পাকিস্তানের নাকে খত দেয়ার দলীল ।
কথাটা আসলেই সত্য, এভাবে ভেবে দেখিনি কখনও । ধন্যবাদ যে বা যারা এই তথ্য সামনে এনেছেন ।
হ্যা, সোহারাওয়ার্দী উদ্যান শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা ও বঙ্গবন্ধু তৈরি করেছিলো । বিএনপি ও জামায়াতের লজ্জা এখানেই । পাকিস্তানের পরাজয় এখানেই । বিএনপি ও জামায়াতের যে, সরাসরি পাকিস্তানের আই এস আই দারা পরিচালিত তার প্রমান এর চেয়ে আর কি হতে পারে । পাকিস্তান কখনই চাইবে না, বিএনপি ও জামায়াত স্বাধীনতার মূর্তমান দলিলে দাঁড়িয়ে কোন কথা বলুক । আর তাই বিএনপি ভুলেও সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইবে না ।
আমি একটা কথা প্রায় বলে থাকি, বিএনপি ও জামায়াত বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় । এরা পাকিস্তানের দুইটি সংগঠন, যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আবেককে কাজে লাগিয়ে বাংলাদেশে রাজনীতি করে ।
বিএনপি পল্টনে সমাবেশ করতে চায়, কিন্তু সোহারাওয়ার্দী উদ্যানে নয়। এর প্রধান কারন এটাই । বাকি যে সব কারন সেগুলি অপশনাল । মির্জা ফকরুল সহ, রুমিন ফারহানা, টিকটক নেতা ইশরাক এবং আর অনেকে নানা ভাবে ইনিয়ে বিনিয়ে যে সব কারন উল্লেখ করছে, সে সবই খোড়া যুক্তি এবং একধরনের পরাজয়ের বার্তা আগাম জানিয়ে দেয়া ।
বিএনপি ও জামায়াত এখন যে রাজনীতি করছে, তার সবটাই পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি, যার মাষ্টার মাইন্ড সেই সপ্তম নৌবহর প্রেরণকারী আমেরিকা । যাদের টার্গেট বাংলাদেশকে একটি জঙ্গি আস্তানা হিসাবে তৈরি করা এবং দক্ষিণ এশিয়ায় সেই সূত্র ধরে পশ্চিমা সামরিক ঘাটি স্থাপন । এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন মিশন । সারা দুনিয়াতে আমেরিকার ঘাটি থাকলেও এশিয়ার এই অঞ্চলে মার্কিনিদের কোন সামরিক ঘাটি নেই, যা বৈশ্বিক ক্ষমতা ধরে রাখতে আমেরিকার জন্য অপরিহার্য। এই বিষয়ের সম্পূর্ন সহায়তাকারী দেশ পাকিস্তান । কারন প্রায় দেউলিয়া হয়ে পড়া পাকিস্তানের পেটের খাবার যোগাতে মার্কিনিদের সহায়তা ছাড়া কোন উপায় নেই ।
কোন ভাবে এই অঞ্চলে #জঙ্গিদের অভায়রণ্য তৈরি করা গেলে #মার্কিন_যুক্তরাষ্ট্র সেই অযুহাতে প্রবেশ করবে এই অঞ্চলে । যা হবে তাদের স্থায়ী আগমন । উদাহরণ , #ইরাক, #সিরিয়া, #লিবিয়া, #আফগান , ইয়েমেন ইত্যাদি । মার্কিনিরা যেখানে প্রবেশ করে সেখানে কি অবস্থা হয় তার বড় উদাহরণ ইউক্রেনে চলমান ।
যাইহোক বিএনপি ও জামায়াত পাকিস্তানের পেটের খাবার যোগাতে এবং মার্কিনিদের প্রবেশ করাতে বর্তমান রাজনীতি চালু রেখেছে । যার সরাসরি নেতা তারেক রহমান এবং তার অর্থ ভান্ডার । অথচ তারেক রহমান একজন বেকার ।
ফ্যান মাথার উপরে পাখা ছাড়া ঘুরলে যেমন চাহিদা মোতাবেক বাতাস পাওয়া যায়না, ঠিক একি ভাবে বিএনপির সমাবেশও তাই । ফ্যানের বাতাসের জন্য দরকার পাখা , আর বিএনপির জন্য পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে দরকার অস্থিরতা । সমাবেশের স্থান নিয়ে পানি ঘোলা করা তেমনই একটি এজেন্ডা বই কিছুই নয় । সেই এজেন্ডা বাস্তবায়নে আত্মসম্মানের স্থানও প্রকট বলে বিবেচিত হয় । আর তাই যে উদ্যান বাংলাদেশের স্বাধীনতার অনেক স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে বিএনপি ও জামায়াত যাবেনা, যদি তারা যেতে চায়ও পাকিস্তান তাদের যেতে দেবে না ।
এই জটিলতাই আগামীতে একটি ফাঁদ হিসাবে প্রকাশ পেতে যাচ্ছে, সেটা বিএনপি ও জামায়াতের জন্য যেমন, আওয়ামীলীগের জন্য তেমন । এই সমস্যা সমাধানে যাদের বেশি রাজনৈতিক চৌকশতা বেশি থাকবে তারাই জয়ী হবে এবং ফাঁদে পড়বে না ।
#BNP #zamayat #AwamiLeague #KhaledaZia #TarekZia
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: