• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্বপ্নের পদ্মা সেতু প্রথম পার হলো যে পরিবহন

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম
পদ্মাসেতু উদ্বোধন , মানুষের ঢল , প্রথম পরিবহন পদ্মা সেতুতে , গ্রিনলাইন
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল কারি গ্রিন লাইন পরিবহনের ১০টি বাস প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়েছে । 

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধন করেন। তারপরে প্রথম যাত্রী হিসেবে ২ হাজার টাকা টোল দিয়ে সেতু পার হন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পার হওয়ার পর পরই সেতুতে মানুষের ঢল নামে। এ সময় অনেকে হেঁটে সেতুতে উঠে পড়েন এবং নিজেকে মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন। জন উচ্ছ্বাস এদিন আর রক্ষা করা যায়নি । আইনশৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার অবস্থানে থেকে সাধারণ মানুষের ভালোবাসা, তাদের নিজেদের পদ্মা সেতুতে আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে বাঁধা হয়নি। নিশ্চিত তারাও গর্বিত হৃদয়ে মানুষের এই ঢলের আবেগ উচ্ছ্বাসকে স্বাগত জানিয়েছে ।  

এরপর সেতু পার হয় গ্রিন লাইন পরিবহনের ১০টি বাস।

প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মা সেতু পার হয়েছে। এসব বাসে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যাত্রী হিসাবে ছিলেন। 

 

জেবি/পদ্মা সেতু

Daily J.B 24 / নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ