• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্মৃতির পাতায় জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার

Enamul Hoque Enamul
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০২ পিএম
স্মৃতির পাতায় , জাতীয় অধ্যাপক , জামিলুর রেজা চৌধুরী স্যার , শেখ হাসিনা , পদ্মাসেতু
ফাইল ছবি

পদ্মাসেতু আজকে রুপান্তরের অন্যতম কারিগর জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার।। যার নেতৃত্বেই পদ্মাসেতু কর্মযজ্ঞ শুরু হয়।।


গতকাল মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতুর বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে বলেন -
"পদ্মাসেতু থেকে অনেকে সরে গিয়েছে,কিন্তু আমাদের জামিলুর রেজা চৌধুরীর মত লোক সরে দাড়ায় নাই,তিনি পদ্মাসেতুর উপদেষ্টামণ্ডলীদের নিয়ে কাজ করে গেছেন, দুঃখ জনক তিনি পুনাঙ্গ সেতু দেখে যেতে পারেন নাই" এ কথা বলার সময় প্রধানমন্ত্রীর কন্ঠে এক প্রকার আবেগ ফুটে উঠে।।


এভাবেই  দেশের জন্য যে সকল গুণীজন কাজ করে তাদের অবদান স্মরন করেন বঙ্গবন্ধু কন্যা।। যারা পদ্মাসেতুর কাজের মান নিয়ে কথা বলেন তাদেরকে বলবো এ জামিলুর রেজা স্যারের নেতৃত্বে পদ্মাসেতু কাজ হয়েছে। সমালোচনা করার আগে স্যারের সম্পর্কে আগে জেনে নিবেন।।
স্যারের আত্মার মাগফিরাত কামনা করি।

 

লেখকঃ Enamul Hoque Enamul

 

জেবি/সোশ্যালমিডিয়া 

 


 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ