• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে ৬ কোটি টাকা ফেলে পালিয়েছে যাত্রী

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১৯ এএম
অর্থ পাচার , হজরত শাহজালাল (রহঃ) বিমান বন্দর , চট্টগ্রাম , দুবাই
ফাইল ছবি

৬ কোটি টাকা মূল্যমানের সৌদি রিয়াল জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হতে। প্যাসেঞ্জার মামুন খান , প্যাসেঞ্জার’স হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করতে দিলেই লাগেজের ভিতরে সৌদি রিয়ালের সধান মেলে, প্যাসেঞ্জার বুঝতে পেরে তার লাগেজ গ্রহন না করেই পালিয়ে যায় । প্যাসেঞ্জার মামুন খান গ্রেপ্তার এড়াতেই স্থান হতে চুপিসারে পালিয়ে যায় ।

মামুন খান এমিরেটস এয়ারলাইন্সের (EK 585) ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য বুধবার (২৯ জুন) রাতে চেক ইন করায়, তিনি ইমিগ্রেশন না করেই বিমানবন্দর থেকে পালিয়ে বের হয়ে যান।

 

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক বলেন, বুধবার রাতসাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের চেকিং চলছিলো। সে সময় তার লাগেজে টাকার সন্ধান পাওয়া যায়। কিন্তু এরপর খোঁজাখুজি করেও লাগেজটির মালিক মামুনকে পাওয়া যায়নি। পরে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

 

তিনি আরও বলেন, যাত্রীকে- খুঁজে না পাওয়া গেলেও, লাগেজের সাথে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়।

 

এ ঘটনায় লাগেজের মালিক ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট প্রস্থান করেছেন বলে জানান তিনি। লাগেজ থেকে আটককৃত সৌদি রিয়ালের পরিমাণ ২২ লাখ ৯৯ হাজার ৫০০। আটককৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা প্রদান করা হবে। আটককৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সাথে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের সকল প্রক্রিয়া চলমান। এছাড়াও কাস্টমস হাউজের কর্মকর্তা জানান, কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ