• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

হটাও গুজব একটি ব্যতিক্রমী চলচ্চিত্র; ভবঘুরে পাপ্পু

ধ্রুব নয়ন
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম
হটাও গুজব,  ব্যতিক্রমী চলচ্চিত্র,বিনোদন, গুজব

 

হটাও গুজব একটি ব্যতিক্রমী চলচ্চিত্র বলে মন্তব্যে করলেন নাট্যকর্মী ও পরিচালক মোঃ নাজিম উদ্দীন পাপ্পু ভবঘুরে! তিনি নিজেও হটাও গুজব-এ অভিনয় করছেন বলে জানা গেছে।

 

জয় বাংলা টুয়েন্টি ফোর ডট লাইভ-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাজিম উদ্দীন পাপ্পু বলেন, সাম্প্রদায়িকতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজব সামাজিক দায়বদ্ধতা থেকে নির্মাণ করছেন তরুণ পরিচালক লেখক ও সাংবাদিক ধ্রুব নয়ন। হটাও গুজবে আমি অভিনয় করছি এর চে বড় বেশি আর কোন প্রাপ্তি নেই! কারণ- হটাও গুজব বাংলাদেশে এমন একটি সময় নির্মিত হতে যাচ্ছে যা নির্মাণের দুঃসাহস অনেকেই করবেন না। সে জায়গা থেকে বলতেই হয়- নির্ভীক সাংবাদিক ধ্রুব নয়ন একটি উপযুক্ত সময় বেছে নিয়ে উপযুক্ত জবাব দিতেই হটাও গুজব নির্মাণ করছেন।

 

বাস্তবধর্মী এবং অসাধারণ একটি গল্প নিয়ে সামাজিক-সুস্থ্যধারার চলচ্চিত্র হচ্ছে হটাও গুজব! যা নির্মাণ এবং সম্প্রচার হলে সামজিক ভাবে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্র সুরক্ষায় হটাও গুজব ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্র সুরক্ষার এরকম একটি চলচ্চিত্র হটাও গুজবে অভিনয় করতে পারাটা আমার জন্যে সত্যিই সৌভাগ্যের। দূর্জয় বাংলা নিবেদিত জান্নাত আলো কথাচিত্রের ব্যানারে ধ্রুব আলো মাল্টিমিডিয়া প্রযোজিত হটাও গুজব চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন এবং নির্দেশনায় আছেন মোঃ তৈমুর মল্লিক ভূঁইয়া। আগামী ২রা ডিসেম্বর হটাও গুজবের শ্যুটিং শুরু হচ্ছে বলেও জানা যায়!

 

উল্লেখ্য, মো: নাজিম উদ্দীন পাপ্পু শিল্প চর্চা শুরু করেন ১৯৯৯ সালে সড়ক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে। তার পর ২০০৬ সালে টোকাই নাট্য দলে অল্প কিছু দিন কাজ করার পর লম্বা বিরতি শেষে ২০২০ সালে এসে আবারো সুযোগ মেলে নাগরিক নাট্যঙ্গনে । এর পাশাপাশি ইতিমধ্যে টেলিভিশন মাধ্যমে বেশ কিছু নাটকে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন । 
যার মধ্যে “আতর রাশি ও দুষ্ট বালিকারা” ৪২ পর্বের ধারাবাহিক নাটকটি  নাগরিক টিভিতে সম্প্রচার হয়।  গোল্ডেন সিক্স নামের ১০৪ পর্বের ধারাবাহিকটি  আরটিভি-তে চলমান রয়েছে। বৈশাখী টিভিতে ঈদের বিশেষ ধারাবাহিক
একক নাটক রূপকথা, দুঃস্বপ্নের রাত, দা লাষ্ট পেশেন্ট, ভাইয়ের সাথে একান্ত আলাপে, মোরগের স্বর্ণের ডিম সহ বেশ কিছু নাটকে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। শারমিন আক্তার নিপুর সাথে যৌথ পরিচালনায় ডোন্ট টাচ মি সহ আরও অনেক নির্মাণে বর্তমানে ব্যস্ত রয়েছেন পাপ্পু।  


এসময় তিনি আরো জানান,  সম্প্রতি 
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব আলো মাল্টিমিডিয়া প্রযোজিত "হটাও গুজব" চলচ্চিত্রের গল্পের প্লট শুনেই পছন্দ হয়ে যায় , তাই অভিনয়ের লোভ সামলাতে পারিনি । চরিত্রটাও খুবই পছন্দ হয়েছে । আমার কাছে এই কাজটা একটা চ্যালেঞ্জের বিষয় । বৈষম্যবাদ ও গুজব-অপপ্রচার নিয়ে একটা চমৎকার গল্প । আশা করি সকল শ্রেণীপেশার মানুষের কাছে সমান গুরুত্ব পাবে এই চলচ্চিত্রটা । এছাড়াও নিজের লিখা একটা গল্প গহীনে বিজয় নিয়ে প্রি প্রোডাকশন চলছে বলেও জানান এই গুণী অভিনেতা ও পরিচালক।

 

 

 

Daily J.B 24 / বিনোদন ডেস্ক রিপোর্টঃ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ