
এক দিনমজুরকে তার নীজ বাড়ির রান্নাঘরে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি ফারুক খান (৪৫) বিজ্ঞ বাগেরহাট আদালতে আত্মসমর্পণ করেছে।
পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজ সোমবার ঐ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঘটনার ৫দিন পরে গতকাল রবিবার আসামি হত্যাকারী ফারুক খান বাগেরহাট আদালতে আত্মসমর্পণ করে।
Joybangla24.live এর অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণে জানা যায়,গত ২১ জুন মঙ্গলবার বেল ৭টার দিকে মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে কৃষক মোকলেসুর রহমান খান(৭০) এর গলাকাটা লাশ পাওয়া যায় তার নীজ ঘর সংলগ্ন রান্নাঘরে। এই সংবাদ ইতিপূর্বে Joybangla24.live এ প্রকাশ হয়।
ঘটনার একদিন পরে বুধবার এ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে নিজাম উদ্দিন খান। প্রতিবেশী হাসেম আলী খানের ছেলে ফারুক খান এ মামলার একমাত্র এজাহার নামীয় আসামি বলে জানা যায়।
ফারুক খানের আত্মসমর্পণের খবর শুনে মামলার তদন্তকারি কর্মকর্তা মোরেলগঞ্জ থানার এসআই মোশাররফ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানী শেষে আজ বিজ্ঞ আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কৃষক মোকলেসুর রহমান হত্যা মামলার আসামি ফারুক খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ইতোপূর্বে দুটি হত্যা ও খুলনার লবনচরা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এলাকাবাসী আশা প্রকাশ করছে মৃতের পরিবার ন্যায় বিচার পাবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: