• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হৃদয় বিদারক নতুন খেলার জন্ম বগুড়ায়- জবাই জবাই খেলায় শিশু তাওহীদের মৃত্যু

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ পিএম
বগুড়া , জবাই জবাই খেলা , নির্মম , নিষ্ঠুর , হৃদবিদারক

 

বগুড়া: 

অদ্ভুত একটি জায়গা এই পৃথিবী । অদ্ভুত ভাবে যা কখনই কাম্য নয় তেমন দৃশ্য আমাদের দেখতে হয় । ঠিক সেই রকম ভাবে আজ ঈদের দিন দেখতে হলো -  বগুড়ার ধুনট উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে জবাই জবাই খেলতে গিয়ে শিশু তাওহীদ সরকারের (০৫) মৃত্যু হয়েছে।  

গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তাওহীদ ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট থানায় সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ তথ্য জানান।


তিনি বলেন - শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে তাওহীদ (৫) তার বড় ভাই সজিব সরকারসহ (৮) নিজেদের ঘরে জবাই জবাই খেলা করছিল। এক পর্যায়ে সজিব ধারালো বটি দিয়ে ছোট ভাই তাওহীদের গলায় ধরে গরু জবাইয়ের ধরন দেখাতে যায়। এ সময় অসাবধানতাবশত গলা কেটে তার মৃত্যু হয়।

 

তিনি আরও বলেন,  তাওহীদের দাদা গত শুক্রবার থানায় আসামির নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ ওই শিশুর পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সময় ওই ঘরে শিশু সজিবের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। 

ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফিকে প্রবেশন কর্মকর্তা হিসেবে উপস্থিত রেখে ঘটনার সত্যতা নিরূপণে শিশু সজিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে শিশু সজিব এ ঘটনার বর্ণনা দেয়।

 

আলী আশরাফ বলেন, আইন অনুযায়ী ৮ বছরের শিশুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। এ কারণে ওই শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (শেরপুর সার্কেল), ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ