• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১০ ডিসেম্বর নিয়ে বিএনপির বহুরূপী কৌশল

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম
১০ ডিসেম্বর, বিএনপির, বহুরূপী কৌশল , জামায়াত, আওয়ামীলীগ

 

১। প্রথম হুংকার - আমানউল্লাহ আমান , ১০ তারিখের পরে বাংলাদেশ চলবে #তারেক_রহমান, #খালেদা_জিয়ার ক্ষমতায় । 


২। মির্জা ফকরুল সহ সকল বিএনপি নেতা ১০ডিসেম্বরকে রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসাবে প্রচার করতে মাঠে নেমে পড়ে দেশি, বিদেশি অন লাইন এবং অফ লাইন থেকে । 


৩। সময়ের ব্যাবধানে , তাদের অন্যান্য বিভাগে সমাবেশের করুন চিত্র এবং দলীয় দন্দে (তারেক রহমান ও তার অনুসারী এবং বাংলাদেশের মধ্যে একটি কয়েকজন নেতা মিলে একটি দল) এর গুপ্ত কলহে ১০ ডিসেম্বর নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে । 


৪। মির্জা ফকরুল এবং মির্জা আব্বাস বলতে শুরু করে, অন্যান্য বিভাগের মতো, ঢাকা বিভাগেও তাদের সমাবেশ হবে । যে বক্তব্য প্রথমে দেয়া হয়েছিলো, সেটি ছিলো একটি কৌশলী বক্তব্য , এসব রাজনীতিতে হয়েই থাকে । 


৫। অপরদিকে #লন্ডনে #তারেক_রহমান তাদের সমাবেশে বলে, বিদেশে কোটি কোটি প্রবাশি আছে , আপনাদের প্রত্যেক পরিবার হতে অন্তত ১ জন মানুষকে সমাবেশে পাঠান । এরমানে সমাবেশে কোটি কোটি মানুষের সমাগম হবে, তাদের আশা সেটাই । 


৬। #মির্জা_ফকরুল বিভিন্ন স্থানে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, এটি একটি বিভাগীয় সমাবেশ, মহা সমাবেশ নয় । এখান থেকে আমাদের ২য় স্টেজের আন্দোলনের কর্মধারা প্রকাশ করা হবে  । অনেকটা ঘুরিয়ে প্যাচিয়ে ১ দফা দাবি নিয়ে তারা ২য় স্টেজে মাঠে নামবে । শেখ হাসিনার পতন চাই এই দাবি সামনে নিয়ে আসবে । 


৭। মির্জা ফকরুল ও তার অনুসারীরা মহাসমাবেশের কথা বললেও , তারেক রহমান বলছে মহা সমাবেশের কথা । যেহেতু সকল অর্থের নিয়ন্ত্রক #তারেকের হাতে, সেহেতু অর্থ দিয়ে তারেকের বক্তব্য ইউটিউবে সহ সোশ্যাল মিডিয়ার সকল শাখায় সেটাই প্রকাশ করা হচ্ছে । 


৮। #গণ_অধিকার_পরিষদের #নুরুকে অনেকটা আরো উচ্চ কন্ঠে আওয়াজ তুলতে মাঠে নামানো হয়েছে । বিএনপির আন্দলন , বিএনপি যতোটা লম্ফ ঝম্প করছে তারচেয়ে বেশি অত্যান্ত জঘন্য ভাষায় #নুরু সোশ্যাল মিডিয়াতে সোচ্চার । 


৯। আমেরিকায় থাকা #ইলিয়াস Face The People-ফেস দ্যা পিপল এর সাগর আরো বেশি সোচ্চার ডিসেম্বর ১০ তারিখকে টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচিত করে। তাদের বক্তব্য একটাই, শব্দের প্রয়োগে ভিন্নতা রেখে ডিসেম্বর ১০ তারিখে সারাদেশ থেকে মানুষ জমায়েত হবার কথা বলছে । 


১০। অনেকদিন চুপ থাকার পরে কানাডায় থাকা #মেজর_দেলোয়ার অনেকটা বিপদজনক ভাবে সামনে এসেছে । তার বক্তব্য একটাই এই ডিসেম্বরের ১০ তারিখ যদি কোন ভাবে #বিএনপির হাত ছাড়া হয়ে যায় তাহলে আগামী ২০ বছর আর কিছুই করা যাবে না । 


১১। #গণ_অধিকার_পরিষদের #নুরু এবং #মেজর_দেলোয়ারের বক্তব্য একি । এবং ঠিক একি রাস্তায় #আমেরিকায় থাকা #ইলিয়াসের বক্তব্য । 


১২। বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল দেখলে অনেকটাই বোঝা যায় , ঢাকা বিভাগ বিএনপি অধ্যুষিত অঞ্চল । এটা জেনে বুঝেই সমগ্র ঢাকায় মানুষের নিকট লিফলেট বিতরনের দায়ভার রয়েছে #ইশরাকের হাতে, সেই সাথে রয়েছে #রূহুল_কবির রিজভী । 


১২। সামগ্রিক বিষয়কে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি যে কন বিপদ এড়াতে বাধাগ্রস্থ করলে সেটার ফুটেজ সংগ্রহ করে - আসল তথ্য চাপা দিয়ে নিজেদের সাজানো তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচারের দায়িত্ব #রুমিন_ফারহানার হাতে । সেই সাথে সেটাকে স্প্রে করতে অনলাইনে রয়েছে লক্ষ লক্ষ এক্টিভিস্ট । যারা প্রতিজনে কয়েকটি আইডির তৈরি করে বিষয়টি ভাইরাল করে । যা মোকাবেলা করতে #আওয়ামীলীগের এক্টিভিস্ট প্রায় ০ (শূন্যের কোটায়) । তারা পদ পদবি এবং ভাইলীগ নিয়ে এবং নিজেদের বিনোদন নিয়েই ব্যাস্ত । 

 


আমার হিসাব মতে এভাবেই দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে, হয়তো হতে পারে সামান্য এদিক বা ওদিক । তবে ধারাবাহিকতা এমনই । আফসোসের বিষয় -সরকার পারেনি সকল অনলাইনের গেটওয়ে দখল করতে। #সরকার পারেনি তথ্য মন্ত্রনালয়ের মাধ্যমে, আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে এই সকল গুজব বা সহিংস তথ্যের স্প্রে আটাকাতে । #সরকার পারেনি , তাদের প্রচার সেল সক্রিয় করতে । হাতে গোনা কিছু মানুষ যারা কখনও সরকারের নজরে ছিলোনা, আগামিতেও থাকবে না, তারা নিজের পকেটের টাকা খরচ করে সরকারকে ক্লু দিয়েই চলেছে । গুজব ও সহিংস তথ্য প্রচারে মাঠে কাজ করছে নিরাপত্তাহীনতা আছে সেটা জেনেও । 
অন্যদিকে আওয়ামীলীগ পারেনি ভাইলীগ বন্ধ করতে, হাইব্রিট্ট ঠেকাতে । পারেনি অনলাইনে কোন এক্টিভিস্ট তৈরি করতে। পারেনি কাউন্টার দেবার মতো জ্ঞান সকলকে অর্জন করাতে । ফলে একক ভাবে মাঠ দখল করে রেখেছে বিরোধী দল সহ সকল জঙ্গি গোষ্টি । 


অনেক আগে থেকে আমরা বারবার সতর্ক করলেও কাঙ্ক্ষিত কোন পদক্ষেপ না নেওয়ায় এবং সার্বিক দিক বিবেচনায় - ডিসেম্বর ১০ তারিখেঙ্গেকটি অস্থিরতা অনিবার্য হয়ে উঠেছে । এবং সেই অস্থিরতা কতদিন চলবে এবং তার ফলে কি হবে আমরা কেউ জানিনা । 


ভরসা একমাত্র #শেখ_হাসিনা , অস্থিরতা বন্ধে তার নির্দেশনাই হবে সবচেয়ে কার্যকর । তবে এটা নিশ্চিত - এই অস্থিরতা উস্কে দিতে সবচেয়ে বেশি কাজ করবে মাননীয়_প্রধানমন্ত্রীর চারপাশের মানুষগুলোই ।

 

 

মোঃ তৈমুর মল্লিক  

 

#nsi #DGFI #CID #rab #police

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ