
শাহীনুর ইসলাম নয়নঃ
১৬৯ বোতল ফেন্সিডিল সহ একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুরের মোঃ আলমগীরের ছেলে মোঃ রাহাত আলী (২০)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ রাজধানীর হাজারীবাগের সোনাতন এলাকায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করে প্লাস্টিকের ভিতরে রাখা ১৬৯ বোতল ফেন্সিডিল সহ রাহাত-কে আটক করে। যাহার বর্তমান বাজার মূল্যে চার লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা।
এসময় তার পকেটে থাকা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাহাত র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাবের পক্ষ থেকে জানা যায়।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে বলেও জানান র্যাব-২। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: