
১৪ আগস্ট ২০০৪ - হাওয়া ভবনে বৈঠকঃ
উপস্থিত ছিল
তারেক রহমান,
- আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেয় তারেক রহমান । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করবে, তারেকের নিশ্চয়তা।
১৬ আগস্টঃ
মিন্টু রোডে বাবরের বাসায় বৈঠক
- পুর্নাঙ্গ পরিকল্পনা তৈরি, আক্রমনের সিদ্ধান্ত গ্রহণ
১৮ আগস্টঃ
আবদুস সালাম পিন্টুর বাসায় বৈঠক
- পিন্টুর ভাই তাজউদ্দীন, খালেদা জিয়ার ভাগ্নে ডিউকও এই বৈঠকে উপস্থিত ছিল
-হরকাতুল জিহাদের কাছে ১২টি আর্জেস গ্রেনেড হস্তান্তর করে বাবর
২১ আগস্টঃ
- বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় হরকাতুল জিহাদের গ্রেনেড হামলা
- দলের ২৬ জন নেতা-কর্মী নিহত হন
- পুলিশের সহায়তায় পালিয়ে যায় হামলাকারীরা
- আহতদের হাসপাতালে নিতে বাধা দেয় পুলিশ
- ঘটনাস্থলে সকল প্রমাণ নিশ্চিহ্ন করতে পানি ছোড়া শুরু করে পুলিশ
অতঃপর আব্দুস সালাম পিন্টুর ভাই, হামলার মূল হোতা তাজউদ্দীনকে গোয়েন্দা সংস্থার সহায়তায় পাকিস্তান পাঠিয়ে দেয় তারেক রহমান ও খালেদা জিয়ার ভাগ্নে ডিউক।
#২১আগস্ট #গ্রেনেডহামলা #21August #BNPJamaat #DarkAugust
#HawaBhaban #তারেকজিয়া #তারেকরহমান
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: