• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৫১ বছরে বাংলাদেশে ব্যাংক দেউলিয়া হয়নি । ৭২ এর দুর্ভিক্ষ দেখেছেন ? তখনও হয়নি।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম
গুজব , গজব , গজব ধ্বংস , বিএনপি, জামায়াত, গুজব প্রতিরোধ

 

বিএনপি , জামায়াতের তল্পিবাহক তথাকহিত বুদ্ধিজিবী মহল গত ১৫ বছর বসে প্রচার করেছে ব্যাংকে টাকা নেই । বাংলাদেশের অবস্থা দেখে কি মনে হয়েছে তারা সত্যি বলেছিলো ?


জিয়াউর রহমান প্রচার করেছিলো, বাংলাদেশকে ভারত কিনে নেবে ? আসলে কি সেটা কিনতে পেরেছে ? নাকিবাংলাদেশ এখন মাথা ব্যাথার কারণ । ভাই একটু পর্যালোচনা করুন । অযথা এসব প্রচার করা মানে নিজেকে বোকা বানানো।
বাংলাদেশ এখনকার চেয়ে কঠিন সময় পার করেছে দেশদ্রোহিদের জন্য । যা ছিলো সম্পূর্ণ দেশদ্রোহীদের কারসাজি । দয়া করে কারো শোনা কথা নিয়ে মন্তব্য করবেন না । প্রাক্টিক্যাল অভিজ্ঞতা যেটা সেটা বলুন । আমার ধারনা তার কিছুই আপনি দেখেন নি । 

 

তাই বলছি ৫১ বছরে বাংলাদেশে ব্যাংক দেউলিয়া হয়নি । ৭২ এর দুর্ভিক্ষ দেখেছেন ? তখনও হয়নি।
নিজের ও দেশের উপর ভরসা রাখুন । গুজব রুখে দিন । 

 


মোঃ তৈমুর মল্লিক 
কলামিস্ট
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ