
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মোরেলগঞ্জের সর্বসাধারণ।
এই মহান দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে নটায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ আমিরুল আলম মিলন জাতির জনকের মুর্যালে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
তার পরপরই উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, থানার ওসি মোঃ সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ ছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা(এসিল) পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা দপ্তর পৃথক পৃথকভাবে জাতির জনকের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা, বিশেষ দোয়া মোনাজাত ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে ।
সকল শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে যথাযথ মর্যাদায় পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: