
"মুনাফার টাকায় ভর্তুকি নয়, ব্যাঙ্ক বিলাস বিপিসি'র" এমনি শিরোনাম ছিলো যুগান্ত্র পত্রিকায় ।
৯ আগস্ট এ প্রকাশিত যুগান্তরে এটি একটি অসত্য খবর, যা প্রকারান্তরে একটি গুজব..
কারণ
বিপিসির লাভের হিসেব করা হয়েছে শুধু কিন্তু খরচের বিষয়ে কিছুই বলা হয়নি এই রিপোর্টে ১৯৯৯ - ২০১৩ পর্যন্ত ৫৩ হাজার কোটি টাকা লোকসানে ছিল যা পরবর্তীতে সমন্বয় করা হয়েছে ২০১৪ সালে বিপিসি লাভে আসার পর
শিডিউল ঠিক রেখে জ্বালানি তেল আমদানির জন্য ২ মাসের টাকা বিপিসির অ্যাকাউন্টে রাখতে হয় যার পরিমাণ এখন ২০ হাজার কোটি টাকা । ব্যাংকে যে টাকা রাখা হয়েছে এফডিআর করে তা দিয়ে বিপিসি'র সক্ষমতা বৃদ্ধির ৯টি প্রজেক্টের খরচ চালানো হয়।
যুগান্তরের নিউজে কোন ব্যয়ের হিসাব না দেখিয়ে শুধু বিপিসি'র আয় কতো, তাদের কি কি এফডিআর আছে তা দেখিয়ে বাংলাদেশের জনগণকে ভুল তথ্য উপস্থানপন করা হয়েছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: