• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভারত থেকে ২৫ লাখ লিটার অপরিশোধিত তেলের ১ম চালান বাংলাদেশে

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫৬ পিএম
ভারত, বাংলাদেশ ,  অপরিশোধিত তেল , আমদানি , রপ্তানি ,
ফাইল ছবি

 

বিশ্বব্যাপী চলছে জ্বালানি সংকট, এর মধ্যে ভারত থেকে আমদানি করা হলো ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল । অপরিশোধিত তেলের প্রথম চালান নরসিংদীর ঘোড়াশাল বন্দরে পৌঁছেছে বলে জানা গেছে ।

আজ ২৩জুলাই শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে খালাস কার্যক্রম উদ্বোধন করেন দুদেশের প্রতিনিধিরা। জ্বালানি তেলের যে সঙ্কট বর্তমানে তৈরি হয়েছে, সেই সংকট নিরসনে এই চালানটি ভূমিকা রাখবে বলে আশা করছেন অনেকেই।

গত ৯ জুলাই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। জ্বালানি তেলের চালান প্রথমে আসে মোংলা বন্দরে। পরে তেলবাহী জাহাজগুলো আসে ঘোড়াশালের শীতলক্ষ্যা নদী বন্দরের অ্যাকুয়া ফাইনারি লিমিটেড জেটিতে।

ভারতীয় হাইকমিশনার, আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকুয়া রিফাইনারি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তেল হস্তান্তর করা হয়। এ সময় এ্যাকোয়া রিফাইনারি লিমিটেডের পরিচালক ইরশাদ হোসেন জানান, ১৮৬২ মেট্রিক টন ন্যাপথা ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিশোধন করে প্রায় ২৫ লাখ লিটার থেকে ৮০ ভাগ অকটেন ও ২০ ভাগ পেট্রোল বের করা হবে। এবং উক্ত তেল সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে যাবে। পরে পরিশোধিত তেল চলে যাবে ভোক্তা পর্যায়ে। পুরো প্রক্রিয়া শেষে ভোক্তা পর্যায়ে তেল পৌঁছাতে এক সপ্তাহের মতো সময় লাগবে। 

বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) রফিকুর ইসলাম জানান, তেল আমদানির প্রক্রিয়াটি ভারতের সাথে নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সম্পন্ন করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় ১ লাখ ২০ হাজার টন চাহিদার বিপরীতে এরিমধ্যে ১৬ হাজার মেট্রিক টন তেল আনার অনুমতি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এই তেল আমদানি করা হবে।

 

ইন্ডিয়ান অয়েল করপোরেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাজহার আলম জানান, নৌ প্রটোকল চুক্তির আওতায় তেল আমদানি করায় অন্যান্য দেশের চেয়ে দাম কম হবে। এই চুক্তির আওতায় আরো ৩৫০০ মেট্রিক টন ন্যাপথা ১০ দিনের মধ্যে ভারত থেকে দেশে আমদানি হবে।

 


 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ