• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা বিএনপি ও জামায়াতের মোকাবেলা করছেনা। তিনি যুদ্ধ করছেন মার্কিন বাহীনীর সাথে

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৯ পিএম
USA ambassador , usa , quads , NATO , Europio Union

 

 

বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট ‘কোয়াড’ এবং ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ অন্যান্য দেশের একমাত্র নেতা মার্কিন যুক্তরাষ্ট্র। তারা  বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করেছে।


কোয়াড চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দখল নিতে। এর ফলাফল কি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করতে পেরেছেন। বলাযায় মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মতো একটি ছোট সংস্করণ এই অঞ্চলে প্রতিষ্ঠা করবে। ক্রমেই সেই ছোট সংস্করণ পরিধি বৃদ্ধি পেতে থাকবে। 


 অনেক চেষ্টা করেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোয়াডের পাতা ফাঁদে নিতে পারেনি। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার স্বপ্নতো রয়েছেই।  


বাংলাদেশের রাজনীতি নিয়ে কোয়াড, ইউরোপীয় ইউনিয়ন মিলে বাংলাদেশে অবস্থানরত কুটনৈতিক সমাজকে বিভক্ত করে সম্পূর্ণ ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করেছে। বাংলাদেশের বর্তমান সরকার এখন কোয়াড ও ইউরোপীয় ইউনিউনের শত্রু হিসাবেই বিবেচিত।  যে কোন ভাবে শেখ হাসিনা সরকারের পতন তারা চায়। 


চীন এই অঞ্চলে ন্যাটোর মতো কোন সংস্করণ প্রতিষ্টা পেতে দেবেনা এটা নিশ্চিত। অন্যদিকে মার্কিনযুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর ছোট সংস্করণ তৈরি করতে বদ্ধপরিকর।  মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে করেছে আধুনিক অস্ত্রভাণ্ডারে পরিপূর্ণ। ফলাফল আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 


ছোট এই ন্যাটোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাইছে ঠিক একই ভাবে ইউক্রেনের আদলে। আর তাই এই দেশে দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পাচাটা একটি পুতুল সরকার।  
বিএনপি ও জামায়াত সেই দিক থেকে আদর্শিক ২টি দল।  অলরেডি বিএনপি এমন প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে।  


শেখ হাসিনা এখন বিএনপি ও জামায়াতের মোকাবেলা করছে না, মোকাবেলা করছে মার্কিন নেতৃত্বে ন্যাটোর ছোট সংস্করণকে। যার আওতাধীন কোয়াড ও ইউরোপীয় ইউনিয়ন।  
বাংলাদেশে  ন্যাটোর ছোট সংস্করণের নেতা  মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। 


সকল বাংলাদেশিদের এখন এক হয়ে জোট বদ্ধভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। অন্যথায় ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য।  এই অঞ্চল জঙ্গিবাদ ও ন্যাটোর আওতাভুক্ত দেশের আধুনিক অস্ত্রের ভান্ডার মজুত হবে, গড়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটি ঘাটি।  নিশ্চিত ভাবে তখন এই দেশের ভূখণ্ড হবে ওয়ার ফিল্ড।  


মার্কিন যুক্তরাষ্ট্রের মিস্টার রাষ্ট্রদূত, আপনার নেতৃত্ব থামান। আবারও বলছি এটা বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশের রক্তই আলাদা।

 


..
Sheikh Hasina is not dealing with BNP and Jamaat. He is dealing with a smaller version of US-led NATO.


The United States is the sole leader of the 'Quad' strategic alliance of Australia, India, Japan and the United States based in Bangladesh and the United Kingdom, France and Germany of the European Union. They have started poking their noses at the internal affairs of Bangladesh.


The Quad continues to try to dominate the Indo-Pacific region. The honorable Prime Minister Sheikh Hasina must have realized the result. The US is said to establish a smaller version of NATO in the region. Gradually that smaller version will continue to grow in scope.


Despite many efforts, the honorable Prime Minister Sheikh Hasina could not be trapped by the pages of the Quad. Moreover, the United States has a dream of building the Indo-Pacific region.
The Quad, the European Union, along with the politics of Bangladesh, has divided the diplomatic community in Bangladesh and has started to completely interfere in the internal affairs of Bangladesh. The current government of Bangladesh is now considered an enemy of the Quad and the European Union. They want the fall of Sheikh Hasina government in any way.


It is certain that China will not allow any version of NATO to establish itself in the region. The US, on the other hand, is determined to create a smaller version of NATO. The US, through NATO, has armed Ukraine with modern weapons. The result is today's Russia-Ukraine war.


Through this small NATO, the United States wants Bangladesh in the same way as Ukraine. And so this country needs a puppet government of the United States.
BNP and Jamaat are two ideological parties from that point of view. Already BNP has given such a promise to USA.


Sheikh Hasina is now not dealing with BNP and Jamaat, she is dealing with a smaller version of US-led NATO. The Quad and the European Union are under its jurisdiction.
The leader of the smaller version of NATO in Bangladesh is the US ambassador.


All Bangladeshis should now unite and stand by Sheikh Hasina. Otherwise the future is bound to plunge into darkness.


This region will be a stockpile of modern weapons of militancy and NATO countries, creating another US base. Surely then the territory of this country will be a war field.


Mr. Ambassador of the United States, stop your leadership. I say again this is Bangladesh. Bangabandhu's Bangladesh. The blood of this country is different.

 

MD TAIMUR MOLLIK 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ