
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান মুক্তি পেলেন । সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে কারাগার থেকে বের হন । দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানী রমনা থানায় করা মামলায় জামিন পান ।
গত বুধবার ভোররাতে তুলে নেওয়ার পর শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় কথা জানিয়েছিল পুলিশ ।
একই দিন শামসুজ্জামানের বিরুদ্ধে সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
জামিনের পর শামসুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, সারা দেশের মানুষ আমার পাশে ছিলো । আমি সবার কাছে কৃতজ্ঞ ।
স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদনে মিথ্যা বিভ্রান্তিকর জাতির জন্য মানহানিকর তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারে অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় । এতে সাংবাদিক শামসুজ্জামান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে আসামি করা হয় ।
জেবি/ আইন আদালত
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: