
আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা সমঝোতার জন্য গ্রামীণ টেলিকম থেকে ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগে হাইকোর্ট তার ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ প্রদান করেছে ।
রোববার (৩ জুলাই) ইউসুফ আলী নিজেই তার বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন - আমার ছয়টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ১২ কোটি টাকা নেওয়ার খবর গুজব।
গত ৩০ জুন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবীকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার প্রসঙ্গ তোলেন হাইকোর্ট। তখন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, উপমহাদেশের এমন কোনো আইনজীবী জন্ম নেয়নি যার ফি ১২ কোটি টাকা হবে। আমরা শুনেছি আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে শ্রমিকদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। পরে ২০২১ সালে শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন আদালত।
এ ছাড়া গত বছরের ১২ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
Daily J.B 24 / আইন - আদালত
আপনার মতামত লিখুন: