
আমি ভুলও হতে পারি । তবুও লিখতে হচ্ছে । যদি প্রশাসন কোন ক্লু খুঁজে পায় এই লেখা হতে সেখানেই স্বার্থকতা ।
আমরা মিডিয়ার কল্যানে জানতে পারছি - বিএনপি পদ্মাসেতু উদ্বোধনে যাচ্ছে না । আপনার যদি লক্ষ করেন গত ২ দিন মির্জা ফকরুল লাইম লাইটে নেই । লাইম লাইটে ঠেলে দেয়া হয়েছে জনাব রিজভী সাহেবকে । এরপরেই আমরা তাকে ঢাবিতে দেখেছি গভীর রাতে গোপন বৈঠক করতে । লাইম লাইটে নেই মির্জা আব্বাস , লাইম লাইটে নেই দুদু, লাইম লাইটে নেই রুমিন ফারহানা, লাইম লাইটে নেই তাদের উত্তর দক্ষিণ কেন্দ্রীয় ছাত্র নেতাগণ , লাইম লাইটে নেই তাদের অনেকেই ।
কিন্তু কেন ? তারা সিলেট সহ বন্যার মাঠেও নেই, আবার রাজনীতির মাঠেও চুপচাপ । সেই সাথে চুপচাপ তাদের গৃহপালিত বুদ্ধিজিবী সমাজ । এতো চ্যপচাপের কারণ তারা ভয় পেয়েছে, লজ্জা পেয়েছে এমনটা নয়- অন্তত আমার ধারণা এটি ।
হিংস্রপ্রানি আক্রমনে যাবার আগে ৩ কদম পিছিয়ে যায় আগে, এরপরেই হামলে পড়ে টার্গেটের উপর এই কথা আপনাদের সকলের জানা ।
বিএনপি খুব ভালো করে জানে- তাদের পদ্মাসেতু উদ্বোধনে দাওয়াত দেয়া হবে , আর তাই স্ক্রিপ্ট আগেই লিখে রেখেছে । এটা বুঝতেতো কোন পন্ডিত হবার দরকার নেই তাইনা ? তাই যদি না হবে তাহলে কেন তারা উদ্বোধন অনুষ্ঠানে যেতে অপরাগতা জানিয়েছে ?
তারা আরো ভালো করেই জানে - পদ্মাসেতুকে এই দেশের প্রায় সকল মানুষ যুগান্তকারী একটি জয় হিসাবে মেনে নিয়েছে । সেখানে আওয়ামীলীগ বিএনপি বা অন্যকোন দল বলে কথা নয়, তারা সকলেই বিষয়টা শেখ হাসিনার জয় হিসাবেই দেখছেন এবং এই পদ্মাসেতু শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার আরো মজবুত করবে । যদিও দৃশ্যমান তারা বিরোধিতা করে সেটা তাদের অন্তরের কথা নয় । দলের জন্য নানামুখি কথা বলে ।
বিএনপি এটাও জানে তারা যদি পদ্মাসেতুকে স্বীকৃতি না দেয় তাহলে তারা রাজনৈতিক ভাবে সাধারণ মানুষের কাছে আরো তলানিতে চলে যাবে । তারপরেও তারা না যাবার মতো ঝুঁকি নিয়েছে । আমার ধারণা সেটা এমনি এমনি নয় । তারা সেখানে না গেলে, উপস্থিত না থাকলে যে কোন অনাকংখিত ঘটনার জবাবদিহিতা তাদের উপর আসবে না । তাহলেতো প্রশ্ন থেকেই যায় - পদ্মাসেতু উদ্ববোধন দিনে খারাপ কিছু কি ঘটতে যাচ্ছে ?
এটা যেমন হতে পারে, অন্যদিকে তারা যদি না যায় - তাহলে হতেপারে এদিকে থেকে টার্গেট স্থাপন করা হয়েছে পদ্মাসেতুর বাইরে অন্যকোন বিষয় , সেই বিষয়কে ধ্বংস করতে নেতৃত্বের জন্য তারা এদিকে অবস্থান করবে ।
পারুক বা না পারুক সাম্প্রতিক সময়ে এমনি নির্দেশনা লন্ডন থেকে এসেছে বলেই মনে হয় । যার কারণে তারা পদ্মাসেতুর উদ্বোধনে যেতে চাইছে না । আপাত দৃষ্টিতে এটা তাদের ইগো মনে হতেই পারে । কিন্তু রাজনীতিতে ইগোর কোন স্থান নেই । বাস্তবতার অপর নাম রাজনীতি ।
তাই আমি বলতে চাচ্ছি - অতি উৎসাহী হয়ে, বিএনপিকে ডোমিনেট করা হবে বোকামি । কারণ ভুলে যাবেন না - বিএনপি প্রশাসনিক হয়ে থাকে , তাহলে জামাত, শিবির প্রতিরক্ষা দল । তাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ রক্তখেকো কর্মি আছে ।
সর্বশেষে এটাই বলতে চাই - বিএনপি যদি পদ্মাসেতু উদ্বোধনে না যায়, তাহলে তাদের প্রত্যেক নেতাকর্মির অবুস্থান, চলাচল ও কর্মধারা শতভাগ নজরদারিতে রাখতে হবে। অন্যথায় বড় ধরণের ভূল হতে পারে ।
মোঃ তৈমুর মল্লিক
কলামিস্ট
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: