• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আমাদের অহংঙ্কার মেধাবী কৃতি সন্তান প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন


Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম
আমাদের অহংঙ্কার মেধাবী কৃতি সন্তান প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ডে পাশে জামালপুর গ্রামে পিতা মানিক সরকার ও মাতা লিজা  বেগম দম্পতির  ঘরের বড় সন্তান, মধ্যবিত্ত পরিবারের আদরে বেড়ে ওঠা তন্ময় আহম্মেদ মুন শিশুকাল হতে চঞ্চলতায় ও মেধাবীমনা ছিলো।

সকলের মায়াবী একটা দৃষ্টি আকৃষ্ট করতো, তাকে যে কেউ দেখলে মায়া মুগ্ধতায় পড়ে যেতো । আত্মীয় স্বজনদের প্রিয় শিশু, শিক্ষা জীবনের শুরুতে মেধার প্রমাণ দিয়ে কলেজেও ধারাবাহিকতা বজায় রাখে পরে শিক্ষা গ্রহনের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদস্য হতে সাধারণ সম্পাদক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

দেশের শীর্ষ এ বিদ্যাপীট কে শিবির ও ছাত্রদলসহ স্বাধীনতা বিরোধী গোষ্ঠী মুক্ত ছাত্র রাজনীতি অঙ্গ প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় কেন্দ্রীয় ভাবে শিবির ও ছাত্রদলেসহ অপশক্তির টার্গেটে পরিণত হয় তন্ময় আহম্মেদ মুন। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দফায় দফায় হামলা করে হত্যার চেষ্টা করে। কিন্তু কথায় আছে " রাখে আল্লাহ্ মারে কে আর মারে আল্লাহ্ রাখে কে? তেমনি এক দৃষ্টান্ত বর্তমান সিআরআই এর কো-অডিনেটর প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন। বার বার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। তবুও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে দল ও আদর্শ রক্ষার লড়াইয়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি যুদ্ধ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। সরকার উন্নয়ন ও আগামীদিনের উন্নয়ন মহাপরিকল্পনার চিত্র তুলে ধরছেন। সকল ধরণের অপপ্রচারের পাল্টা জবাব ও গুজব রোধে নিরলস কাজ করছেন তিনি ও তার টিম। 

দলের হাইকমান্ড ও তৃণমুলের নেতাকর্মীদের একটি নেটওয়ার্কের মধ্যে অন্তভুক্ত করতে এই সংগ্রামে সফলতা আসবে আমাদের পলাশবাড়ীর মেধাবী কৃতি সন্তানের দীপ্ত উদ্দমতায় তার হাতে বিশ্বে অন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও প্রযুক্তি পরিপূর্ণ দল ইতিহাস সৃষ্টি করবে। 

বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপর কমিটির আওতায় "সাইবার মনিটরিং টিমের"২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক সূফী ফারুক ইবনে আবু বক্কর ও সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন। গত ২১ মার্চ উপ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই টিম গঠন করা হয়। 

উক্ত টিমের সদস্য সচিব হিসাবে গাইবান্ধার মেধাবী কৃতি সন্তান প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন কে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ  সর্বস্তরের বিভিন্ন পেশার মানুষ। 
 
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত জেলার সকল মানুষ প্রকৌশলী তন্ময় আহম্মেদ মুন এর উত্তর উত্তর সাফল্য ও মঙ্গলময় জীবন কামনা করেন।

Daily J.B 24 / News Desk

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ