
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা জহোর আলী খান এর অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ২টার দিকে হোগলাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহোর আলী খানকে (৭০) পিটিয়ে বাম হাত ও দুই পা ভেঙে রাস্তার পাশে ফেলে রেখে যায়।।
ঘটনার সময় তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে দূবৃত্তরা তাকে অতর্কিতে আক্রমণ করে এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকাল ৪টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
দলীয় গ্রুপিং ও কোন্দলের কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তার ছেলে ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. আল আমিন খান বলেন, দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় এক দল সন্ত্রাসী ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাবার ওপর হামলা করে। হামলাকারীরা পিটিয়ে তার বাবার বাম হাত ও দুই পা ভেঙে ফেলেছে। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গোটা শরীরে জখম করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেছেন, ঘটনার শুনে এলাকায় দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন জহোর আলীর কাছে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা জানার জন্য কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: