• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আন্দোলনে ব্যর্থ হয়ে বোমা তৈরির জন্য কমিটি গঠন করেছে বিএনপি


Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১৪ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
আন্দোলন, ব্যর্থ, বোমা, তৈরি, কমিটি, বিএনপি

রাজনৈতিক কোনো কর্মসূচিতে সফল না হতে পেরে অন্য পথে হাঁটার পরিকল্পনা করছে বিএনপি। কিন্তু সে পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে পেট্রোলের নতুন মূল্য। পেট্রোলের দাম বাড়ায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে বড্ড চিন্তিত বিএনপি নেতারা।

পেট্রোল বোমায় খরচ বেশি হওয়ায় এবার নতুন পদ্ধতি ব্যবহার করে বোমা তৈরির জন্য কমিটি গঠন করেছে দলটি। বিশেষ করে জ্বালাও পোড়াও কর্মসূচি হাতে নিতে ভয়ও পাচ্ছে তারা। হারিকেন হাতে নিয়ে মাঠে নামলেও আন্দোলন জমাতে ব্যর্থ রিজভী-নিপূণরা। এবার তাই ভিন্ন পথ বেছে নিচ্ছে জাতীয়তাবাদী দলটির নেতারা।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের প্রভাবে সব দেশেই বেড়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বর্তমান প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এই টাকায় পেট্রোল কিনে বোমা বানিয়ে তাদের পোষাচ্ছে না বলে জানিয়েছেন এক নেতা। এমনিতেই তাদের আন্দোলন তেমন জমছে না, সেখানে বেশি টাকা খরচ করে বোমা বানিয়ে যদি আন্দোলন বা জ্বালাও পোড়াও সফল না করা যায়, তবে পুরোটাই মাঠে মারা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, অল্প খরচে পেট্রোল বোমার বিকল্প হিসেবে নতুন কোনো বোমা তৈরির পরিকল্পনা করছে দলটি। এই লক্ষ্যে কয়েকজন নেতা মিলে একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে মীর্জা আব্বাস, তাবিথ আওয়াল এবং জেল থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত ইসহাক সরকার আছেন বলে জানিয়েছে। এছাড়া আরও কয়েকজন আছেন কিন্তু তাদের নাম সঠিকভাবে কেউ বলতে পারছে না।

কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু মিছিল আর বিক্ষোভ করে আন্দোলন জমানো যাচ্ছে না, সেহেতু এখন রাজপথে ভীতি ছড়ানো বিএনপির মূল লক্ষ্য। আর রাজপথে ভীতি ছড়াতে হলে অবশ্যই বোমাবাজি কিংবা অগ্নিসন্ত্রাস করা দরকার। কিন্তু পেট্রোলের যে দাম, তাতে পেট্রোল বোমায় পোষাবে না। তাই নতুন উপায় খুঁজতে কাজ করবে এই টিম।

এদিকে বিএনপিপন্থী বুদ্ধিজীবী আসিফ নজরুল জানিয়েছে, রাজপথ জমানো ভালো, কিন্তু বিএনপি কোন পথ অবলম্বন করবে এটাই দেখার বিষয়। কেননা দেশের মানুষ সরকারকে চাইছে, তাই তাদেরকে এখন রাজপথে উত্তপ্ত হতে তেমন দেখা যায় না। এই অবস্থায় তারা কতটা সার্থক হবে সেটাই দেখার বিষয়।

Daily J.B 24 / Newsdesk

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ