• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

নির্বাচন এলেই বিএনপিকে অন্য দল থেকে নেতা ভাড়া করতে হয়


Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
নির্বাচন, বিএনপি, অন্য দল, নেতা, ভাড়া

একদিকে দীর্ঘ দিন ধরে রাজনীতির বাইরে খালেদা জিয়া, অন্যদিকে দণ্ড মাথায় নিয়ে লন্ডনে পলাতক জীবনযাপন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। এ অবস্থায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার মতো নেতার সংকট পড়েছে বিএনপিতে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের মাথায় কাঁঠাল ভেঙে নির্বাচনী তরী পার হওয়ার চেষ্টা করেছিল বিএনপি। তবে এবার সেই সুযোগ নেই। কারণ ড. কামাল হোসেনও বুঝতে পেরেছেন যে, বিএনপি শুধু নিজেদের স্বার্থেই তাকে ব্যবহার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের দায়িত্বশীল একজন নেতা বলেন, বর্তমান বিএনপির সাংগঠনিক অবস্থা এতই দুর্বল যে, দলের কোনো যোগ্য নেতা নেই। নির্বাচন এলেই বিএনপিকে অন্য দল থেকে নেতা ভাড়া করতে হয়। গত নির্বাচনে বিএনপি ভাড়া করেছিল ড. কামাল হোসেনকে।

সেই সময় কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। কারণ, বিএনপির শীর্ষ দুই নেতাই নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য এবং নেতা হিসাবে নির্বাচনে নেতৃত্ব দিতে অক্ষম ছিলেন। এবারো নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে পলাতক। তারেক জিয়াও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে এবং প্রার্থী হতে পারবেন না। এ রকম পরিস্থিতিতে দলের হাইকমান্ড এখন নেতৃত্ব নিয়ে বেশ চিন্তিত।

গত নির্বাচনে ড. কামাল হোসেনকে ভাড়া করার পর বিএনপি নিজেই এর জন্য কপাল চাপড়িয়েছে। বিএনপি নেতারা আড়ালে-আবডালে বলেন, এটি ছিল তাদের বড় ভুল। কামাল হোসেন আসলে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

তবে সেটি এখন অতীত। এবার জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে নেই। নির্বাচনের সময় এগিয়ে আসছে। এবার বিএনপির নেতা কে হবেন- এ নিয়ে বিএনপির মধ্যেই নানারকম আলাপ-আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন।

কিন্তু এবারো বিএনপিকে নির্বাচন করতে হলে অন্তত বাইরে থেকে গ্রহণযোগ্য একজন নেতা খুঁজতে হবে এবং সেই নেতা যে দলের হবেন না তা নিশ্চিত। বিএনপির তাকে ভাড়া করতে হবে।

Daily J.B 24 / Dewsdesk

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ