• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজশাহী বিএনপিতে বিভেদ : উভয় পক্ষই দুষছেন তারেক রহমানকে


Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম
রাজশাহী বিএনপিতে বিভেদ  উভয় পক্ষই দুষছেন তারেক রহমানকে

রাজশাহী বিএনপিতে খুবই পরিচিত মুখ ছিলেন মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন। প্রায় দুই দশক একক আধিপত্য ধরে রেখে সফলতার সাথে রাজশাহী অঞ্চলে দলের নেতৃত্ব দিয়েছেন তারা। তাদের কেউ কেউ ছিলেন দলের যুগ্ম মহাসচিব, দুইবারের দলীয় মেয়র ও এমপি।

তবে হঠাৎ বিএনপির গুরুত্বপূর্ণ এসব নেতাদের বাদ দিয়ে দলে একেবারে অপরিচিত ব্যক্তিদের দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এখানেই বাধে বিপত্তি। বিষয়টিকে কেন্দ্র করে বিএনপিতে মারাত্মক বিভেদ সৃষ্টি হয়েছে। কেউ কাউকে মানছেন না। তবে উভয় পক্ষই এর জন্য তারেক রহমানকেই দূষছেন বলে জানা গেছে।

বিএনপি ওই তিন নেতা অভিযোগ করে বলেন, নতুন নেতৃত্ব এসে তাদেরকে একেবারে কোনঠাসা করে দিয়েছে। দলের কোনো মিটিং, মিছিল কিংবা সভায় ডাকছেন না নতুন নেতারা। এমনকি দলীয় কোনো ব্যানার কিংবা পোস্টারেও তাদের নাম রাখা হচ্ছে না।

মহানগরের বিএনপির সদ্য সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল আক্ষেপ করে বলেন, ‘তারেক রহমানকে আমরাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি। বিষয়টিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, পুরোনো নেতাদেরকে অসম্মান করা কোনো দলের জন্য ভালো লক্ষণ নয়। 

Daily J.B 24 / News Desk

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ