
২১ আগষ্ট ২০০৪ মানবতার লঙ্ঘনের জন্য সবসময়ই মর্মাহত হই আমরা, এমন অমানবিক পৈশাচিক নিষ্ঠুরতম কাজ করার জন্য প্রতিবাদও করে থাকি। কিন্তু বিএনপি জামাত এবং আওয়ামী বিরোধী ও বাংলাদেশ বিরোধী লোকজন এই ২১ আগষ্ট ২০০৪ মানবতাকে প্রত্যাখান করা জঘন্যতম বর্বরোচিত ভাবে যে গ্রেনেট হামলা করে আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে না পারা বেদনায় বিমর্ষ থাকেন, অমানবিক এই কাজটি না করতে পেরে সর্বদা আফশোস করে থাকেন।
তাহলে মানবতা মানবিকতা বা সহনশীলতা কোন দলে বা কাদের মধ্যে বিদ্যমান বুঝতে জাতির আর বাকি থাকলো কি - - -?
আরও বলা যায় এই গোষ্ঠীটিই ঐতিহাসিক জঘন্যতম ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ অনান্য সকলকে নির্মমভাবে হত্যা করেছিল যারা তাদেরই সমর্থন করে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। যার জন্য আজ ফুঁলেফেঁপে দেশের মাটিতে এবং সমাজে বিস্তার ঘটিয়ে জাতিকেই অমানবিক করতে চায় তারা আজ।
কারা হত্যার রাজনীতি করে বাংলাদেশ কে রক্তাক্ত করতে চায় তারা এখন দেশের মানুষের নিকট চিহ্নিত । তাদের সচেতন মানুষ হিসেবে প্রত্যাখান করা আমাদের সকালের উচিত শুধু নয় এটা মানবিক দায়িত্বও বটে।
এই হত্যাকারীদের এবং তাদের সমর্থন কারী ও তাদের চেতনা ধারন কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং হত্যার রাজনীতি বন্ধ করতে হবে আমাদের এই রক্তে কেনা সোনার বাংলাদেশে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: