
ক্রমাগত অভিযানে দেশের বিভিন্ন জায়গায় অসাধু ব্যবসায়ীদের মজুদকৃত সয়াবিন তেল উদ্ধারের ঘটনা প্রকাশিত হচ্ছে পত্রিকায়। এর মধ্যে বিএনপির অনেক নেতাও সয়াবিন তেলের অবৈধ মজুদের কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন। এরই ধারাবাহিতকায় এবার সিলেট নগরীতেও অভিযানে এমন দৃশ্য দেখা গেছে।
নগরের কতিপয় অসাধু ব্যবসায়ীর বাসাবাড়ি ও গুদাম থেকে একের পর এক উদ্ধার হচ্ছে সয়াবিন তেলের বিশাল মজুদ। সয়াবিনের দাম বাড়ার আগে তারা অধিক মুনাফার লোভে এ মজুদ তৈরি করে রেখেছিলেন বলে জানায় ভোক্তা অধিকার বিভাগ।
আজ বুধবার (১১ই মে) সিলেট নগরের কাজিটুলা এলাকার কামাল আহমদ নামে এক ব্যবসায়ীর বাসা থেকে ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
কাজীটুলার উচা সড়ক এলাকার ওই বাসার একটি কক্ষের তালা ভেঙে খাটের নিচ এবং সিলিংয়ের শেলফসহ আনাচ-কানাচ থেকে বিপুল পরিমাণের সয়াবিন তেল জব্দ করা হয়। কামাল আহমদ কাজীটুলা এলাকার কামাল ব্রাদার্স নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তিনি সিলেট মহানগর বিএনপির একজন সক্রিয় সদস্য এবং প্রভাবশালী নেতা বদরুজ্জামান সেলিমের কর্মী বলে জানান স্থানীয়রা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ফখরুল ইসলাম জানান, প্রথমে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বেশ কিছু তেলের মজুদ পাওয়া যায়। এরপর তার বাসায় অভিযান চালিয়ে সেখানে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। প্রতিটি তেলের বোতলের গায়ে খুচরা মূল্য দেখে বোঝা যায়, দাম বাড়ার আগেই মজুদ করা হয়েছিলো।
জব্দকৃত তেল পূর্বের দামে জনসাধারণের কাছে বিক্রি করা হবে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার দিনভর নগরের কালিঘাট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কালিঘাটে মাহের ব্রাদার্স নামক আরেকটি দোকানের গুদামে মজুদ করে রাখা ৫ টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। এরপর অধিপ্তরের কর্মকর্তারা ওখানে দাঁড়িয়ে থেকেই বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে সেগুলো নায্য দামে বিক্রি করেন।
উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতেই গাজীপুরে বিএনপি নেতা মনির হোসেনের গুদাম থেকে ২০৫৮ লিটার, তার দুদিন আগে ফটিকছড়িতে বিএনপির আরেক কর্মীর দোকান থেকে আড়াই হাজার লিটার অবৈধ মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার করা হয়েছিল। শুধু তা-ই নয়, রমজান মাসে দেশের অন্তত ১০টি স্থান থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মালিকানাধীন গুদাম থেকে গোপনে মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার করেছিল ভ্রাম্যমাণ আদালত।
আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ার কারণে মুল্যবৃদ্ধি পাওয়ায় বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি হয়েছে। তাই ঈদের আগে থেকে দেশজুড়ে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Daily J.B 24 / Dewsdesk
আপনার মতামত লিখুন: